Advertisement
E-Paper

মুম্বই-হায়দরাবাদ ম্যাচে নো বল হতেই ক্ষুব্ধ কলকাতার বরুণ! এখনই নিয়ম বদলের আর্জি স্পিনারের

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের একটি ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে লেখেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের মতে, নিয়ম বদলানো উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১০:০৭
Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

উইকেটরক্ষক ভুল করলে তার খেসারত কেন বোলারকে দিতে হবে? এই প্রশ্নই তুলছেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের মতে নিয়ম বদলানো উচিত। বৃহস্পতিবার হেইনরিখ ক্লাসেনের ভুলের খেসারত দিতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার জিশান আনসারিকে। তাতেই বিরক্ত বরুণ।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের একটি ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে লেখেন বরুণ। সেখানে তিনি লেখেন, “উইকেটরক্ষকের গ্লাভস যদি উইকেটের সামনে চলে আসে, তা হলে ডেড বল ঘোষণা করা উচিত। উইকেটরক্ষককে সতর্ক করা উচিত। নো বল এবং ফ্রি হিট দেওয়া উচিত নয়। বোলারের দোষ কোথায়? আমার তো এটাই মনে হচ্ছে। আপনাদের কী মত?”

হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ভুল শট খেলেন মুম্বইয়ের রায়ান রিকেলটন। জিশান আনসারির বলে জোরালো শট মারতে যান তিনি। ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। বল সোজা কভারে দাঁড়িয়ে থাকা প্যাট কামিন্সের হাতে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি হায়দরাবাদের অধিনায়ক। আউট হয়ে ডাগআউটের দিকে হাঁটা শুরু করেন রিকেলটন। তার পরেই নাটক।

রিকেলটনকে অপেক্ষা করার নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার। তখনও বোঝা যাচ্ছিল না কী হয়েছে। তার পরে রিপ্লে-তে দেখা যায়, রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের দস্তানা উইকেটের সামনে রয়েছে। ক্রিকেটের নিয়ম, ব্যাটার বল মারার আগে পর্যন্ত উইকেটরক্ষককে দস্তানা উইকেটের পিছনে রাখতে হয়। বল মারার পর তিনি দস্তানা সামনে আনতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে ক্লাসেনের দস্তানা বল মারার আগেই উইকেটের সামনে ছিল। ফলে নো-বল ডাকেন আম্পায়ার। বেঁচে যান রিকেলটন। আম্পায়ারের এই নো বলের সিদ্ধান্তই মানতে নারাজ বরুণ।

Varun Chakravarthy KKR Sunrisers Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy