তিন বার নিশ্চিত বাউন্ডারি আটকে দিয়েছেন। বাঁচিয়েছেন চার রান। শেষ ওভারে তাঁর থ্রোয়েই রান আউট হয়েছেন জফ্রা আর্চার। ব্যাট হাতে ৬ বলে ১৯ রান করার পর ফিল্ডিংয়েও চমকে দিয়েছেন রিঙ্কু সিংহ। ম্যাচ জেতার পর রিঙ্কু জানালেন, ব্যাটিংয়ের থেকেও ফিল্ডিং করতে বেশি ভাল লাগে তাঁর।
১৬তম ওভারের প্রথম বলে প্রাণপণে একটি চার বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। সেই আক্ষেপ পরে মিটিয়ে দিয়েছেন রিঙ্কু। ১৭তম ওভারে সুনীল নারাইনের বলে রিয়ান পরাগের শট ডান দিকে ঝাঁপ দিয়ে বাঁচিয়ে দেন। ১৯তম ওভারে শুভম দুবে মিড অফে চালিয়ে খেলেছিলেন। আবার ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে বল আটকান রিঙ্কু। সাত রানে বাঁচে তাঁর দু’টি প্রয়াসে।
শেষ ওভারের প্রথম বলে আর্চার কভারে চালিয়েছিলেন। এ বার রিঙ্কু ডান দিকে দৌড়ে ঝাঁপিয়ে দু’রানের বেশি নিতে দেননি। শেষ বলে লং অফ থেকে দৌড়ে এসে তাঁর ছোড়া বলেই বৈভব অরোরা রান আউট করেন আর্চারকে।
ম্যাচের পর রিঙ্কু বলেছেন, “আসলে বাউন্ডারি বাঁচানো খুব দরকার ছিল। ভারতের সবচেয়ে দ্রুত যে মাঠগুলো রয়েছে, তার একটা এই ইডেন। আউটফিল্ডে যাতে ভাল খেলতে পারি, সেটাও আমার দায়িত্ব। আমি হয়তো ব্যাটিংয়ের থেকেও ফিল্ডিং করতে বেশি ভালবাসি।”
আরও পড়ুন:
রবিবার রিঙ্কু এবং আন্দ্রে রাসেলের জুটিতে ১১ বলে উঠেছে ৩৪ রান। সতীর্থের প্রশংসা করে রিঙ্কু বলেছেন, “রাসেল আজ খুব গুরুত্বপূর্ণ রান করেছে। এই মরসুমে খুব বেশি রান করতে পারেনি। শেষ দু’ওভারে আমাদের চালিয়ে খেলতেই হত। আমার কাছে খুব ভাল পরিস্থিতি ছিল। মঞ্চ তৈরি ছিল। সেটাকে কাজে লাগিয়েছি।”
প্লে-অফ নিয়ে এখনই ভাবতে নারাজ রিঙ্কু। বলেছেন, “একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে ভাবছি না।”