যে ভাবে পূর্ণ স্বাধীনতা পেয়েও দল ছেড়ে গিয়েছেন কেএল রাহুল, তাতে একেবারেই খুশি হতে পারছে না পঞ্জাব কিংস। তাদের মতে, চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলের সঙ্গে কথা বলে নিয়ম ভেঙেছেন রাহুল।
২০২০-তে রবিচন্দ্রন অশ্বিন দল ছাড়ার পর পঞ্জাবের অধিনায়ক করা হয়েছিল রাহুলকে। ব্যাট হাতে তিনি ভাল খেললেও কোনও বারই দলকে প্লে-অফে নিয়ে যেতে পারেননি। জানা গিয়েছে, তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আইপিএল-এর নতুন দল লখনউ। রাহুল নিজেও নাকি পঞ্জাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে লখনউয়ের প্রস্তাবে সাড়া দিয়েছিলেন, যা আইপিএল-এর নীতিবিরুদ্ধ বলেই মনে করছেন অনেকে।
It was a good ride, thank you for the love ❤️ see you on the other side 🙌🏻 @PunjabKingsIPL pic.twitter.com/fFKtlOqghR
— K L Rahul (@klrahul11) December 1, 2021
পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা রাহুলকে ধরে রাখতে চাইলেও ও নিলামে যেতে চেয়েছে। যদি চুক্তি শেষ হওয়ার আগেই কোনও ফ্র্যাঞ্চাইজি ওকে ছিনিয়ে নিতে চায়, তাহলে সেটা অনৈতিক। কোনও ক্রিকেটারকে প্রলুব্ধ করা বিসিসিআই-এর আইনের বিরোধী।”
প্রসঙ্গত, ২০১০ সালে রাজস্থান রয়্যালস থেকে ছাড়া পাওয়ার আগেই অন্য দলের সঙ্গে যোগাযোগ করায় এক বছর নির্বাসিত হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এ বার দেখার, রাহুলের ক্ষেত্রেও পরিণতি একই হয় কিনা।