টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই ছিটকে যাওয়ায় হতাশ ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল। অবশ্য ব্যর্থ হলেও বিশ্বকাপ থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে বিরাট কোহলীর প্রশংসা করেছেন রাহুল।
বুধবার নেটমাধ্যমে রাহুল বলেন, ‘আমাদের বিশ্বকাপ অভিযান ভাল হয়নি। কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। সেগুলি আগামী দিনে কাজে লাগবে। সমর্থকরা যে ভাবে পাশে থেকেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ। আমাদের ক্রিকেটার হিসাবে আরও পরিণত করে তোলার জন্য কোচদের ধন্যবাদ।’’