রণবীর সিংহ সঙ্গে থাকা মানেই সকলকে নাচিয়ে ছাড়বেন। অভিনেতারা তো বাদ যানই না, এ বার বাদ গেলেন না ক্রিকেটাররাও। তবে বিরাট কোহলী বা রোহিত শর্মারা নন, রণবীরের সঙ্গে নাচতে দেখা গেল কৃষ্ণমাচারি শ্রীকান্তকে। ৮৩ ছবির সম্প্রচারে এমনটাই দেখা গেল।
১৯৮৩ সালে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জেতে ভারত। সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘৮৩’ ছবিটি। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। সেই ছবির সম্প্রচারের সময় ‘বিজলি বিজলি’ গানে নাচতে দেখা গেল শ্রীকান্তকে। ১৯৮৩-র বিশ্বকাপে ৫৭ বলে ৩৮ রান করেন তিনি।