Advertisement
E-Paper

দু’ম্যাচে ৯ উইকেট, ভারতকে ফাইনালে তুলে নজির গড়লেন কুলদীপ, ভেঙে ফেললেন কুম্বলের রেকর্ড

সুপার ফোরে দু’ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এক ম্যাচ বাকি থাকতে ভারতের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে এই বাঁ হাতি চায়নাম্যান স্পিনারের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১
Kuldeep Yadav

কুলদীপ যাদব। —ফাইল চিত্র

ভারতের হয়ে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন কুলদীপ যাদব। সুপার ফোরে দু’ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচ বাকি থাকতে ভারতের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে এই বাঁ হাতি চায়নাম্যান (বাঁ হাতি লেগ স্পিনার) স্পিনারের। শ্রীলঙ্কা ম্যাচে নজিরও গড়েছেন কুলদীপ। ভারতীয় স্পিনারদের মধ্যে এক দিনের ক্রিকেটে সব থেকে দ্রুত ১৫০ উইকেট নিয়েছেন তিনি। ভেঙেছেন অনিল কুম্বলের রেকর্ড।

৮৮তম ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন কুলদীপ। ১৫০ উইকেট নিতে ১০৬টি ম্যাচ লেগেছিল কুম্বলের। সেটিই ছিল এত দিন দ্রুততম। সেই রেকর্ড ভেঙে দিলেন কুলদীপ। বিশ্বে স্পিনারদের মধ্যে কম ম্যাচে ১৫০ উইকেট নেওয়ার নিরিখে চার নম্বরে রয়েছেন কুলদীপ। তালিকায় এক নম্বরে পাকিস্তানের সাকলিন মুস্তাক। ৭৮টি ম্যাচে ১৫০ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান। ১৫০ উইকেট নিতে ৮০টি ম্যাচ লেগেছিল তাঁর। তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। ৮৪টি ম্যাচে ১৫০ উইকেট নিয়েছিলেন তিনি। তার পরেই রয়েছেন কুলদীপ। ৮৯টি ম্যাচে ১৫০ উইকেট নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির

ভারতীয় বোলারদের মধ্যে কম ম্যাচে ১৫০ উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ। তাঁর আগে রয়েছেন মহম্মদ শামি। ৮০টি ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। চলতি বছর ১৫টি এক দিনের ম্যাচে ৩১টি উইকেট নিয়েছে কুলদীপ, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক।

গত বছর হাঁটুর চোটে অনেক দিন খেলতে পারেননি কুলদীপ। চোট সারিয়ে আইপিএলে ফিরে চমক দেখিয়েছিলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভাল খেলায় আবার জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলে। দেশের জার্সিতেও ভাল খেলছেন তিনি। সেই কারণেই রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহালের আগে কুলদীপের উপর ভরসা দেখিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তাঁকে।

Kuldeep Yadav Asia Cup 2023 India Cricket Anil Kumble
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy