Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

Sourav Ganguly: আগামী মাসে ইডেনে ভারতের হয়ে ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইডেনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারত বনাম বাকি বিশ্বের ম্যাচ হতে পারে কলকাতায়।

ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১১:৪৮
Share: Save:

ফের ব্যাট হাতে মহারাজ। তাও আবার ইডেনে। এমনটাই ঘটতে ঘটতে চলেছে আগামী মাসে। ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইডেনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারত বনাম বাকি বিশ্বের ম্যাচ কলকাতায়।

সৌরভ নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। যে দলের নাম ইন্ডিয়া মহারাজাস। এই দলের বিরুদ্ধে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। সেই দলের নেতা অইন মর্গ্যান। যিনি ইংল্যান্ড এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। ১৫ সেপ্টেম্বর এই দুই দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলা হবে। পরের দিন থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের মূল প্রতিযোগিতা। সেই লিগের বেশ কিছু ম্যাচ হবে ইডেনে।

লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, ‘‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্‌যাপনে উৎসর্গ করছি।’’ লেজেন্ডস লিগের সিইও রমন রাহেজা বলেন, ‘‘মোট ২২ দিনের প্রতিযোগিতা হবে। খুব তাড়াতাড়ি আমরা বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করব।’’

ভারতীয় দলে সৌরভ ছাড়াও খেলবেন বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কইফ, ইউসুফ পাঠান, হরভজন সিংহ, অশোক ডিন্ডা, পার্থিব পটেল, শ্রীসন্থের মতো ক্রিকেটাররা। বিপক্ষে থাকবেন ব্রেট লি, সনথ জয়সূর্য, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, জাক কালিসরা।

লেজেন্ডস লিগে মোট চারটি দল খেলবে। মোট ১৫টি ম্যাচ খেলা হবে। ছ’টি শহরে হবে এই ম্যাচগুলি। ক্যারাভানে করে এক শহর থেকে অন্য শহরে যাবেন ক্রিকেটাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE