Advertisement
E-Paper

উড়ল ৪৬৭.৯৫ কোটি টাকা! আইপিএল নিলামের প্রথম দিন: ১০ দলের কে কিনল কোন ক্রিকেটারকে?

দল গুছিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজ়ি। প্রথম দিনে ৮৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কিনল কাকে। তাঁদের দামই বা কত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২৩:২৩
ipl auction

আইপিএলের নিলামে দশ দল। ছবি: আইপিএল।

আইপিএল নিলামের প্রথম দিনে কোটি কোটি টাকায় বিক্রি হলেন ক্রিকেটারেরা। দল গুছিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজ়ি। প্রথম দিনে ৮৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কিনল কাকে। তাঁদের দামই বা কত।

কলকাতা নাইট রাইডার্স

বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ টাকা)

এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ টাকা)

কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ টাকা)

অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা)

রহমানুল্লা গুরবাজ় (২ কোটি টাকা)

বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ টাকা)

মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ টাকা)

চেন্নাই সুপার কিংস

নুর আহমেদ (১০ কোটি টাকা)

রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লক্ষ টাকা)

ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লক্ষ টাকা)

খলিল আহমেদ (৪ কোটি ৮০ লক্ষ টাকা)

রাচিন রবীন্দ্র (৪ কোটি টাকা)

রাহুল ত্রিপাঠি (৩ কোটি ৪০ লক্ষ টাকা)

বিজয় শঙ্কর (১ কোটি ২০ লক্ষ টাকা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

জস হেজ়লউড (১২ কোটি ৫০ লক্ষ টাকা)

ফিল সল্ট (১১ কোটি ৫০ লক্ষ টাকা)

জিতেশ শর্মা (১১ কোটি টাকা)

লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লক্ষ টাকা)

রাসিখ দার (৬ কোটি টাকা)

সুযশ শর্মা (২ কোটি ৬০ লক্ষ টাকা)

দিল্লি ক্যাপিটালস

লোকেশ রাহুল (১৪ কোটি টাকা)

মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লক্ষ টাকা)

টি নটরাজন (১০ কোটি ৭৫ লক্ষ টাকা)

জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক (৯ কোটি টাকা)

হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লক্ষ টাকা)

আশুতোষ শর্মা (৩ কোটি ৮০ লক্ষ টাকা)

মোহিত শর্মা (২ কোটি ২০ লক্ষ টাকা)

সমীর রিজ়ভি (৯৫ লক্ষ টাকা)

করুণ নায়ার (৫০ লক্ষ টাকা)

মুম্বই ইন্ডিয়ান্স

ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লক্ষ টাকা)

নমন ধীর (৫ কোটি ২৫ লক্ষ টাকা)

রবিন মিনজ় (৬৫ লক্ষ টাকা)

কর্ণ শর্মা (৫০ লক্ষ টাকা)

লখনউ সুপার জায়ান্টস

ঋষভ পন্থ (২৭ কোটি টাকা)

আবেশ খান (৯ কোটি ৭৫ লক্ষ টাকা)

ডেভিড মিলার (৭ কোটি ৫০ লক্ষ টাকা)

আব্দুল সামাদ (৪ কোটি লক্ষ টাকা)

মিচেল মার্শ (৩ কোটি ৪০ লক্ষ টাকা)

এডেন মার্করাম (২ কোটি টাকা)

আরিয়ান জুয়াল (৩০ লক্ষ টাকা)

সানরাইজার্স হায়দরাবাদ

ঈশান কিশন (১১ কোটি ২৫ লক্ষ টাকা)

মহম্মদ শামি (১০ কোটি টাকা)

হর্ষল পটেল (৮ কোটি টাকা)

অভিনব মনোহর (৩ কোটি ২০ লক্ষ টাকা)

রাহুল চহার (৩ কোটি ২০ লক্ষ টাকা)

অ্যাডাম জ়াম্পা (২ কোটি ৪০ লক্ষ টাকা)

সিমরজিত সিংহ (১ কোটি ৫০ লক্ষ টাকা)

অথর্ব তাইড়ে (৩০ লক্ষ টাকা)

রাজস্থান রয়্যালস

জফ্রা আর্চার (১২ কোটি ৫০ লক্ষ টাকা)

ওয়ানিন্দু হাসরঙ্গ (৫ কোটি ২৫ লক্ষ টাকা)

মাহিস থিকসানা (৪ কোটি ৪০ লক্ষ টাকা)

আকাশ মাধোয়াল (১ কোটি ২০ লক্ষ টাকা)

কুমার কার্তিকেয় (৩০ লক্ষ টাকা)

গুজরাত টাইটান্স

জস বাটলার (১৫ কোটি ৭৫ লক্ষ টাকা)

মহম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লক্ষ টাকা)

কাগিসো রাবাডা (১০ কোটি ৭৫ লক্ষ টাকা)

প্রসিদ্ধ কৃষ্ণ (৯ কোটি ৫০ লক্ষ টাকা)

মহীপাল লোমরোর (১ কোটি ৭০ লক্ষ টাকা)

কুমার কুশাগ্র (৬৫ লক্ষ টাকা)

মানব সুতার (৩০ লক্ষ টাকা)

অনুজ রাওয়াত (৩০ লক্ষ টাকা)

নিশান্ত সিন্ধু (৩০ লক্ষ টাকা)

পঞ্জাব কিংস

শ্রেয়স আয়ার (২৬ কোটি ৭৫ লক্ষ টাকা)

যুজবেন্দ্র চহাল (১৮ কোটি টাকা)

আরশদীপ সিংহ (১৮ কোটি টাকা)

মার্কাস স্টোইনিস (১১ কোটি টাকা)

নেহাল ওয়াদেরা (৪ কোটি ২০ লক্ষ টাকা)

গ্লেন ম্যাক্সওয়েল (৪ কোটি ২০ লক্ষ টাকা)

বিশাখ বিজয় কুমার (১ কোটি ৮০ লক্ষ টাকা)

যশ ঠাকুর (১ কোটি ৬০ লক্ষ টাকা)

হরপ্রীত ব্রার (১ কোটি ৫০ লক্ষ টাকা)

বিষ্ণু বিনোদ (৯৫ লক্ষ টাকা)

IPL 2025 Auction Kolkata Knight Riders Chennai Super Kings RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy