Advertisement
২৬ মে ২০২৪
লোকেশ রাহুল।

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৯ key status

৬৬ রানে হারল ভারত

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৫২ রান তোলে। ভারত শেষ হয়ে যায় ২৮৬ রানে।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০ key status

আউট জাডেজা

হারের মুখে ভারত। আউট জাডেজাও। উইকেট পেলেন তরুণ স্পিনার সঙ্গা।

Advertisement
timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২ key status

আউট কুলদীপ

সপ্তম উইকেট হারাল ভারত। ২ রান করে আউট কুলদীপ। দ্বিতীয় উইকেট হেজলউডের।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৭

রইল বাকি ১০

শেষ ১০ ওভারে জয়ের জন্য ভারতের চাই ১০২ রান। হাতে রয়েছে ৪ উইকেট।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬ key status

আউট শ্রেয়স

আরও একটি উইকেট হারাল ভারত। ম্যাক্সওয়েলের বলে বোল্ড শ্রেয়স। ৪৮ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪২ key status

আউট সূর্যকুমার

মাত্র ৮ রান করে আউট সূর্যকুমার। ৩৫৩ রান তাড়া করতে গেলে শেষ বেলায় তাঁর বিধ্বংসী ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু সেটা হল না। হেজলউডের বলে আউট হলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১ key status

আউট রাহুল

২৬ রান করে আউট রাহুল। মিডউইকেটের দিকে মারতে গিয়ে বল উপরের দিকে উঠে যায়। বল তালুবন্দি করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৪

৩২ ওভার শেষে

জয়ের জন্য ভারতের চাই আর ১৫০ রান। হাতে রয়েছে ১৮ ওভার। ক্রিজে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০ key status

আউট বিরাট

৫৬ রান করে আউট বিরাট। তাঁর উইকেটও নিলেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত তিনটি উইকেট অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের। জয়ের জন্য ভারতের চাই আরও ১৮২ রান।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৫ key status

চার মেরে ৫০ বিরাটের

রোহিত আউট হওয়ার পর রানের দায়িত্ব বিরাটের কাঁধে। চার মেরে ৫০ করলেন তিনি। বিরাট ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু একটু আগে ড্রপ খায় বলটি। চার হয়ে যায়। 

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩২

২২ ওভার শেষে

২২ ওভারে ১৪৯ রান তুলল ভারত। ২ উইকেট হারিয়ে লড়ছেন বিরাট এবং শ্রেয়স। জয়ের জন্য এখনও ২০৪ রান চাই ভারতের।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ key status

আউট রোহিত

রোহিতের মারা বল ম্যাক্সওয়েলের হাতে জমে গেল। ৮১ রান করে আউট রোহিত। অল্পের জন্য শতরান ফস্কালেন তিনি।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪০ key status

আউট ওয়াশিংটন

ওপেন করতে নামা ওয়াশিংটন আউট। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৮ key status

রোহিতের ৫০

প্রথম ১০ ওভারে ৭২ রান তুলল ভারত। রোহিত ৫০ রান করে ফেলেছেন। উল্টো দিকে ব্যাট করছেন ওয়াশিংটন। 

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৯ key status

রোহিতের সঙ্গে ওপেনে কে?

ভারতের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করছেন ওয়াশিংটন সুন্দর। শুভমন গিল এবং ঈশান কিশন না থাকায় ওপেন করতে নামানো হল তাঁকে।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ key status

৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া

রাজকোটে ভারতের বিরুদ্ধে ৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া। শুরুতে ওয়ার্নার (৫৬), মার্শ (৯৬) এবং স্মিথ (৭৪) রান করেন। চার নম্বরে নেমে লাবুশেন করেন ৭২ রান। তাঁদের দাপটে ৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া। তবে যে ভাবে তারা শুরু করেছিল, তাতে আরও বেশি রান তুলতে পারত। কিন্তু ভারতের বোলারেরা রান আটকে দেন।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫২ key status

অর্ধশতরান লাবুশেনের

লাবুশেন অর্ধশতরান করলেন। রাজকোটে বড় রান তুলছে অস্ট্রেলিয়া। ৩০০ রান পার করে গিয়েছে তারা। ৪২ বল খেলে ৫০ রান করলেন লাবুশেন।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৩ key status

আউট ম্যাক্সওয়েল

বুমরার ইয়র্কার সামলাতে পারলেন না ম্যাক্সওয়েল। বোল্ড হলেন তিনি। ৩৯ ওভারে ২৮১ রান তুলল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৪ key status

আউট ক্যারি

বুমরার বলে ক্যাচ দিলেন ক্যারি। ১১ রান করে আউট অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক।

timer শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৪

৩৫ ওভার শেষে

৩৫ ওভারে ২৫৪ রান তুলল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নার (৪৬) এবং মার্শ (৯৬) মিলে বড় রানের ভিত গড়েন। তা এগিয়ে নিয়ে যান স্মিথ (৭৪)। দ্রুত রান তুলে ভারতীয় বোলারদের বিপদে ফেলেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE