Advertisement
০২ মে ২০২৪
কোহলি জেতালেন ভারতকে।

কোহলি জেতালেন ভারতকে। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২২:১৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২২:১২ key status

জিতল ভারত

সেই ওভারেই খেলা শেষ করে দিলেন জাডেজা। হেনরিকে চার মেরে জেতালেন ভারতকে।

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২২:১১ key status

কোহলি আউট

৯৫ রানে আউট হয়ে গেলেন কোহলি। শতরান হল না। তবে ভারত ভাল জায়গায়।

Advertisement
timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২১:০৭ key status

আউট সূর্যকুমার

বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন সূর্য। পঞ্চম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২১:০৪ key status

অর্ধশতরান বিরাটের

ভারতের ইনিংসকে টানছেন বিরাট কোহলি। আবার একটি অর্ধশতরান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২০:৫৯ key status

আউট লোকেশ রাহুল

২৭ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট রাহুল। ভারতের চতুর্থ উইকেট পড়ল ১৮২ রানে। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ২০:১১ key status

আউট শ্রেয়স

শ্রেয়স উইকেট ছুড়ে দিয়ে গেলেন। বোল্ট শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দিলেন ভারতীয় ব্যাটার। ভারতকে চাপে ফেলে দিলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:৫৩ key status

আবার খেলা শুরু

কিছু ক্ষণ বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয়েছে ধর্মশালায়। ব্য়াট করছেন বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:৪১ key status

ধর্মশালায় বন্ধ খেলা

কুয়াশায় ঢেকে গিয়েছে মাঠ। ফলে খেলা বন্ধ আছে। ক্রিকেটারেরা মাঠ ছেড়ে দিয়েছেন। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:২৬ key status

আউট শুভমন গিল

বড় রান করতে পারলেন না শুভমন। ২৬ রান করে আউট হলেন তিনি। দু’টি উইকেটই নিলেন লকি ফার্গুসন। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:১৭ key status

আউট রোহিত শর্মা

৪০ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:০৭ key status

ভারতের রান ৫০ পার

৮ ওভারে ভারতের রান ৫২। রোহিত ২৮ ও শুভমন ২৪ রান করে ব্যাট করছেন।

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৮:৫৮ key status

৫ ওভার শেষে

৩২ রান তুলেছে ভারত। রোহিত ২০ বলে ২৫ রান করেছেন। ১০ বলে ৭ রান করেছেন শুভমন।

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৮:০৪ key status

ভারতের লক্ষ্য ২৭৪ রান

ইনিংসের শেষ বলে ২৭৩ রানে অল আউট হয়ে গেল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৮:০০ key status

শামির ৫ উইকেট

ড্যারিল মিচেলকে আউট করে নিজের পঞ্চম উইকেট নিলেন শামি। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫০ key status

পর পর দু’বলে উইকেট শামির

স্যান্টনারের পর ম্যাচ হেনরিকেও বোল্ড করলেন শামি। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৪৮ key status

আবার উইকেট শামির

মিচেল স্যান্টনারকে বোল্ড করলেন মহম্মদ শামি। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৪৫ key status

উইকেট বুমরার

মার্ক চ্যাপম্যানকে আউট করলেন বুমরা। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৩২ key status

আবার উইকেট নিলেন কুলদীপ

কুলদীপের বলে ২৩ রান করে আউট গ্লেন ফিলিপ্স। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:১১ key status

শতরান মিচেলের

ক্যাচ ফস্কানোর খেসারত দিল ভারত। শতরান করলেন মিচেল। ১০০ বলে ১০০ রান পূর্ণ করলেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৬:৫৭ key status

উইকেট কুলদীপের

অবশেষে উইকেট নিলেন কুলদীপ যাদব। তাঁর বলে ৫ রান করে আউট কিউয়ি অধিনায়ক টম লাথাম। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE