Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
WTC Final 2023

লাবুশেনের কাঁচা ঘুম ভাঙালেন সিরাজ! টেস্ট বিশ্বকাপ ফাইনালে কী করলেন জোরে বোলার?

ভারতের ইনিংস শেষ হওয়ার পর সাজঘরে ফিরে দ্রুত তৈরি হয়ে নেন অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটার লাবুশেন। দল ভাল জায়গায় থাকায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর কাঁচা ঘুম ভাঙালেন সিরাজ।

picture of Mohammed Siraj

মহম্মদ সিরাজ। ছবি: আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ২২:৩২
Share: Save:

ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর সাজঘরে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন মার্নাশ লাবুশেন। হঠাৎই ঘুম ভাঙল তাঁর। অস্ট্রেলিয়ার ব্যাটারের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে যাওয়ার পর নিশ্চিন্তে ছিলেন প্যাট কামিন্সরা। ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর সাজঘরে হালকা মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা। তিন নম্বর ব্যাটার লাবুশেন সাজঘরে ফিরে গ্রুত তৈরি হয়ে নেন প্যাড পরে। কাছেই রেখেছিলেন ব্যাট, হেলমেট, গ্লাভস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ধীরে সুস্থে শুরু করেছিলেন ওয়ার্নাররা। খেলা দেখতে দেখতে ক্লান্ত লাবুশেন ঘুমিয়ে পড়েন। তিনি হয়তো ভেবেছিলেন ওভালের সহজ উইকেটে সমস্যা হবে না দুই ওপেনারের। কিন্তু ভাল করে ঘুমোতে পারলেন না। তাঁর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন সিরাজ। দ্রুত আউট করলেন ডেভিড ওয়ার্নারকে (১)।

অজি ওপেনার দ্রুত আউট হতে ভারতীয় সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। তাঁদের চিৎকারে ঘুম ভেঙে যায় লাবুশেনের। টেলিভিশনের ক্যামেরা অস্ট্রেলিয়ার সাজঘরের ছবি দেখালে দেখা যায়, ঘুম চোখে লাবুশেন বোঝার চেষ্টা করছেন ঠিক কী ঘটেছে। সেই মুহূর্তে লাবুশেনের ঘুম চোখে মাঠের দিকে বিস্মিত ভাবে তাকিয়ে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

লাবুশেন অবশ্য মাঠে নামতে দেরি করেননি। দ্রুত ব্যাট, হেলমেট, গ্লাভস নিয়ে মাঠে নেমে পড়েন। ওয়ার্নার সাজঘরের সিঁড়িতে ওঠার সময়ই নেমে আসেন তিনি। ওয়ার্নারের পর খোয়াজাও দ্রুত আউট হলেও দলের ইনিংস সামলান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE