Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Marnus Labuschagne

Marnus Labuschagne: শত্রুর ভিডিয়ো দেখে স্পিন খেলার প্রস্তুতি বিশ্বসেরা ব্যাটারের

প্রথম বার শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন লাবুশেন। তাঁকে ভাবাচ্ছে শ্রীলঙ্কার আবহাওয়া। স্পিনের বিরুদ্ধে সাফল্য পেতে দেখছেন ইংরেজ ব্যাটারের ভিডিয়োয়।

মার্নাস লাবুশেন।

মার্নাস লাবুশেন। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৯:৩৪
Share: Save:

ইংরেজদের সঙ্গে অস্ট্রেলীয়দের ক্রিকেটীয় আকচা-আকচি অজানা নয় কারোরই। তবু শ্রীলঙ্কার মাটিতে সাফল্যের খোঁজে অস্ট্রেলিয়ার এক ব্যাটার তাকিয়ে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রাক্তন অধিনায়কের দিকে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলির কাছে উপমহাদেশে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। নিজেদের দেশে দাপট দেখালেও উপমহাদেশে এসে বহু বার হোঁচট খেয়েছে তারা। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন।

শ্রীলঙ্কার মাটিতে সাফল্যের রহস্য ভেদ করতে জো রুটের ব্যাটিংয়ের ভিডিয়ো দেখছেন লাবুশেন। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ২২৮ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৬ রান করেন রুট। তাঁর সেই দুই ইনিংসের ভিডিয়োই এখন অস্ত্র লাবুশেনের।

লাবুশেন বলেছেন, ‘‘উপমহাদেশের মাটিতে স্পিনের বিরুদ্ধে এটাই আমার প্রথম চ্যালেঞ্জ। জিততে চাই। রুট এখানে দারুণ ব্যাটিং করেছিল। কী ভাবে স্পিন খেলেছিল, ওর ইনিংসগুলো দেখে বোঝার চেষ্টা করছি।’’

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতায় অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী। প্রস্তুতিতে অবশ্য ঢিলে দিতে চাইছেন না আইসিসি-র ক্রমতালিকায় টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার। লাবুশেন বলেছেন, ‘‘দল হিসেবে আমরা বিশ্বের সেরা হতে চাই। কোথায় খেলছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সব ম্যাচ জিততে চাই। শ্রীলঙ্কাতেও ভাল ফল হবে বলেই আশা করছি।’’

শ্রীলঙ্কার গরম এবং আর্দ্রতার সঙ্গে মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া শিবিরে কাছে। সফরে দু’টি টেস্ট, পাঁচটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্যাট কামিন্সরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE