এক দিনের সিরিজ় শুরুর দু’দিন আগে আবার পরিবর্তন অস্ট্রেলিয়া দলে। চোটের জন্য গোটা সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁর পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে এক অভিজ্ঞ ব্যাটারকে।
চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন জশ ইংলিস। পারিবারিক কারণে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না অ্যাডাম জ়াম্পা। তাঁদের পরিবর্ত ক্রিকেটার হিসাবে উইকেটরক্ষক জশ ফিলিপ এবং বাঁহাতি স্পিনার ম্যাট কুহেম্যানের নাম আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এক দিনের সিরিজ় শুরুর দু’দিন আগে গ্রিনের পরিবর্ত ক্রিকেটারের নামও জানানো হল। দলে এসেছেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বলও করতে পারেন তিনি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে গিয়ে চোট পেয়েছিলেন গ্রিন। গত সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেন গ্রিন। চার ওভারের পর আর বল করতে পারেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফের তাঁকে আপাতত বল না করার পরামর্শ দেন। তখনই গ্রিনকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবু, গ্রিনের জন্য কয়েক দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে গ্রিনের খেলার সম্ভাবনা নেই। ঝুঁকি না নিয়ে তাঁকে তৃতীয় ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। ২৮ অক্টোবর তিনি আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন।
আরও পড়ুন:
আসন্ন অ্যাশেজ় সিরিজ়ের প্রস্তুতির জন্য বেশ কয়েক জন ক্রিকেটারকে এক দিনের সিরিজ়ের দলে রাখেনি অস্ট্রেলিয়া। তাঁদের মধ্যে ছিলেন লাবুশেনও। কিন্তু গ্রিনের চোট অস্ট্রেলিয়ার নির্বাচকদের পরিকল্পনা বদলাতে বাধ্য করেছে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে দলের শক্তি ধরে রাখতে লাবুশেনকে নেওয়া হয়েছে।