তাঁর পর পর মারা তিন ছক্কায় পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অথচ ব্যাট করতে নেমে তিনি নিজেই নিশ্চিত ছিলেন না দলকে জেতাতে পারবেন। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
ম্যাচ শেষে সাক্ষাৎকারে ওয়েড বলেন, ‘‘ব্যাট করতে নেমে আমি নিশ্চিত ছিলাম না দলকে জেতাতে পারব। কিন্তু অন্য দিকে মার্কাস স্টোইনিস অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। শুরুতে খেলতে একটু সমস্যা হচ্ছিল। তখন স্টোইনিস বড় শট খেলে চাপ কমায়। আমি যতটা ভেবেছিলাম তার থেকে জোরে বল করছিল শাহিন আফ্রিদি। জানতাম দু’টো বল মারতে পারলে খেলা ঘুরে যাবে। সেটা করতে পেরেছি।’’