Advertisement
২৮ মার্চ ২০২৩
Pakistan Cricket Board

পাকিস্তানের হাত ধরে বিশ্ব ক্রিকেটে অভিনব কোচের আবির্ভাব! কী করল পাক বোর্ড?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক অভিনব কোচের কথা জানিয়েছেন। কী ভাবে দায়িত্ব সামলাবে নতুন কোচ?

File picture of Pakistani cricketers

অভিনব কোচ পেতে চলেছেন বাবর আজ়মরা। এই প্রথম কোনও দেশ এমন কোচ পেতে পারে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ২২:১৩
Share: Save:

গত কয়েক বছরে পাকিস্তানের অন্যতম সফল কোচ ছিলেন তিনি। কিন্তু রামিজ় রাজা জমানায় সরে যেতে হয়েছিল তাঁকে। নাজম শেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরে আবার ফিরিয়ে আনতে চলেছেন মিকি আর্থারকে। কিন্তু কোচ হিসাবে দায়িত্ব নিলেও আর্থারকে নাকি মাঠে পাবেন না বাবর আজ়মরা। অনলাইনে দলকে কোচিং করাবেন তিনি।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আর্থারের সঙ্গে কথাবার্তা প্রায় ৯০ শতাংশ পাকা। খুব তাড়াতাড়ি তিনি দায়িত্ব নেবেন। কিন্তু এখনই তাঁকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে দেখা যাবে না। কারণ, এখন কাউন্টিতে ডার্বিশায়ারের কোচ আর্থার। যত দিন সেই চুক্তি রয়েছে তত দিন পাকিস্তানে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

পিসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, কোচ হওয়ার পরে অনলাইনে দলের সঙ্গে যোগাযোগ রাখবেন আর্থার। অনলাইনেই কোচিং করাবেন তিনি। তবে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এক দিনের বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন আর্থার। তত দিন এক জন সহকারী কোচ রাখবে পিসিবি। সেই কোচ মাঠে বাবরদের সঙ্গে থাকবেন।

কয়েক দিন আগেই আর্থাররে পুনরায় নিযুক্তির কথা জানিয়েছিলেন নাজম। তিনি বলেছিলেন, ‘‘আমি পরিষ্কার করে বলতে চাই যে আর্থারের সঙ্গে আমাদের ৯০ শতাংশ কথাবার্তা হয়ে গিয়েছে। আর্থার দায়িত্ব নিলে ও নিজের মতো দল তৈরি করবে। সেখানে বোর্ড হস্তক্ষেপ করবে না। আমরা খালি ওর বেতন নিয়ে চিন্তা করব। আশা করছি ২-৩ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

২০১৬ সালে পাকিস্তানের কোচ হয়েছিলেন আর্থার। তাঁর নেতৃত্বেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ২০১৯ সালে সরিয়ে দেওয়া হয় আর্থারকে। প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাককে দলের কোচ করা হয়। তার পর থেকে পাকিস্তানের ক্যাবিনেটে কোনও আইসিসি ট্রফি ঢোকেনি। ক্ষমতায় ফিরে এ বার সাকলিনের জায়গায় আর্থারকে কোচ করে আনতে চাইছেন নাজম। এখন দেখার অনলাইন কোচ কবে পাকিস্তানের দায়িত্ব নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.