তিনি অলরাউন্ডার। স্বাভাবিক ভাবেই বাকি ক্রিকেটারদের থেকে তাঁর দর বেশি। তবে আসন্ন আইপিএলে বলই করতে পারবেন না মিচেল মার্শ। শুধুমাত্র ব্যাটার হিসাবে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে তাঁকে। আইপিএলে লখনউ ৩ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মার্শকে। পরের সপ্তাহেই ভারতে চলে আসার কথা রয়েছে মার্শের।
গত ৩১ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন মার্শ। তাঁর পিঠের ব্যথা বেড়ে যাচ্ছিল। ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি। পরে দেখা যায়, পুরনো সমস্যাই ভোগাচ্ছে তাঁকে। গত বছর সেপ্টেম্বরে চোট পেয়েছিলেন।
ফেব্রুয়ারির শুরুর দিকে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান মার্শ। বিশ্রামে থেকে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। কিছু দিন আগে ব্যাট করাও শুরু করেছেন। তবে বল করার জন্য এখনও উপযুক্ত নন। তাই শুধু ব্যাট করার শর্তে তাঁকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
লখনউয়ের ব্যাটিং অর্ডারে শুরুর দিকে খেলতে পারেন মার্শ। তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। আগামী ১৮ মার্চ লখনউ দলে যোগ দিতে পারেন মার্শ। সেখানে প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আবার কাজ করার সুযোগ পাবেন।
৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলার পর থেকে আর কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি মার্শ। তার আগেই ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে শেষ বার খেলেছিলেন ইংল্যান্ড সফরে।