তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ৯ রানে হারাল নিউ জ়িল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড করে ৯ উইকেট ১৭৭ রান। জবাবে ১৯.৫ ওভারে ১৬৮ রানে শেষ ক্যারিবিয়ানদের ইনিংস। পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন মিচেল স্যান্টনারেরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্যান্টনার। ইনিংসের শুরুটা ভালই করেছিলেন নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টিম রবিনসন। তবু পরের দিকে ব্যাটারদের ব্যর্থতায় প্রত্যাশা মতো রান তুলতে পারল না কিউয়িরা। কনওয়ে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৫৬ রান করেন। রবিনসন করেন ২১ বলে ২৩। তিন নম্বরে নেমে রাচিন রবীন্দ্রও আগ্রাসী মেজাজে শুরু করেন। যদিও বড় রান পাননি। তিনি করেন ১৫ বলে ২৬। মারেন ৪টি চার। চার নম্বরে নামা ডারিল মিচেলের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪১ রানের ইনিংস। ২টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। পাঁচ নম্বরে নেমে মাইকেল ব্রেসওয়েল ১০ বলে ১১ করেন। নিউ জ়িল্যান্ডের আর কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজ়ের সফলতম বোলার ম্যাথু ফোর্ড ২০ রানে ২ উইকেট নিয়েছেন। জেসন হোল্ডার ২ উইকেট নেন ৩১ রান দিয়ে। ১টি করে উইকেট পেয়েছেন রোমারিয়ো শেফার্ড এবং শামার স্প্রিংগার।
জবাবে ব্যাট করে নেমে প্রথম থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। আমির জাঙ্গু (৫), সাই হোপ (১), শেরফান রাদারফোর্ড (২), রভম্যান পাওয়েল (২), হোল্ডারেরা (৩) পর পর আউট হয়ে যান। এর মধ্যেই ২২ গজের অন্য প্রান্তে দাঁড়িয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন অ্যালিক অ্যাথানজ়ে, আকিম অগাস্ট। ওপেনার অ্যাথানজ়ে ২৩ বলে ৩১ রান করেন। ৫টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। অগাস্টের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৪। ২টি চার, ১টি ছয় মারেন অগাস্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের সাজঘরে জয়ের আশা তৈরি করে শেফার্ড এবং স্প্রিংগার জুটি। আট নম্বরে নেমে শেফার্ড খেলেন ৩৪ বলে ৪৯ রানের ইনিংস। মারেন ৪টি চার এবং ৩টি ছয়। ১০ নম্বরে নামা স্প্রিংগারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৩৯ রান। ৩টি করে চার এবং ছয় মারেন স্প্রিংগার। নবম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৭৮ রান।
নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার ইশ সোধি ৩৪ রানে ৩ উইকেট নেন। জ্যাকব ডাফির ৩৬ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, মাইকেল ব্রেসওয়েল এবং স্যান্টনার।