Advertisement
E-Paper

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক, অদক্ষ শ্রমিকদের থেকেও কম বেতন পাবেন মহিলা ক্রিকেটারেরা

পিসিবি প্রকাশিত ৯০ জন ক্রিকেটারের তালিকায় ১০ জন দেশের প্রতিনিধিত্ব করেছেন। ৬২ জন প্রতিভাবান তরুণ ছাড়াও তালিকায় রয়েছে ১৯ জন অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটারের নাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২১:০৯
Picture of Pakistan Women Cricket team

পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ছবি: এক্স (টুইটার)।

নতুন বিতর্ক পাকিস্তানের ক্রিকেটে। আবার কোপ ক্রিকেটারদের বেতনে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটের নতুন যে বেতন ঠিক হয়েছে, তা সে দেশের অদক্ষ শ্রমিকদের থেকেও কম। ঘরোয়া ক্রিকেটের চুক্তির জন্য ৯০ জন মহিলা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরই শুরু হয়েছে হইচই।

কিছু দিন আগে বাবর আজ়মদের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার ম্যাচ ফি কমিয়ে বিতর্কের মুখে পড়েছিল পিসিবি। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এ বার বিতর্ক ঘরোয়া মহিলা ক্রিকেটারদের বেতন ঘিরে। পিসিবি জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারেরা মাসে ৩৫ হাজার পাকিস্তানি টাকা (ভারতের মূল্যে প্রায় ১০,৮০৭ টাকা) বেতন পাবেন। বেতনের এই অঙ্ক ঘিরেই সমস্যা। কারণ পাকিস্তানের আইন অনুযায়ী অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩৭ হাজার পাকিস্তানি টাকা (ভারতের মূল্যে প্রায় ১১,৪২৪ টাকা)। অর্থাৎ পাকিস্তানের অদক্ষ শ্রমিকদের থেকেও কম বেতন পাবেন মহিলা ক্রিকেটারেরা।

পিসিবি প্রকাশিত ৯০ জন ক্রিকেটারের তালিকায় ১০ জন দেশের প্রতিনিধিত্ব করেছেন। ৬২ জন প্রতিভাবান তরুণ মুখ ছাড়াও তালিকায় আছেন ১৯ জন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটার। গত বছর মোট ৭৯ জনের সঙ্গে চুক্তি করেছিল। এ বার বেশি সংখ্যক মহিলা ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হলেও প্রশ্ন উঠেছে বেতন ঘিরে। তা ছাড়া গত বছরের জুলাই মাসে চুক্তির কথা ঘোষণা করা হলেও গত ন’মাসে কিছু করা হয়নি।

1589511পাকিস্তানে মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি ২০ হাজার পাকিস্তানি টাকা (ভারতীয় মূল্যে প্রায় ৬,১৭৫ টাকা)। বছরে সর্বাধিক ৩১টি ম্যাচ খেলার সুযোগ পান তাঁরা। প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ১০ হাজার পাকিস্তানি টাকা (ভারতীয় মূল্যে প্রায় ৩,০৮৮ টাকা) পান তাঁরা।

PCB women cricketers Salary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy