খুশির খবর মুম্বই ইন্ডিয়ান্সের পরিবারে। কয়েক মাস পরেই শুরু আইপিএল। ইতিমধ্যেই নিলাম হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাদের সংসারে এসেছে নতুন অতিথি। পিতা হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার শার্দূল ঠাকুর। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শার্দূলের স্ত্রী মিত্তলী পারুলকর।
ভারতের হয়ে ১৩ টেস্ট, ৪৭ এক দিনের ম্যাচ ও ২৫ টি-টোয়েন্টি খেলা শার্দূল ইনস্টাগ্রামে পুত্রের জন্মের খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ৯ মাস ধরে খবরটি লুকিয়ে রেখেছিলেন তাঁরা। শার্দূল লেখেন, “বাবা-মায়ের মনের মধ্যে অপরিসীম ভালবাসা ও বিশ্বাসের আশ্রয়ে লুকিয়ে ছিল সে। আমাদের সেই গোপন বিষয় অবশেষে সামনে এল। এই দুনিয়ায় তোমাকে স্বাগত। এই স্বপ্নটাই গত ৯ মাস ধরে আমরা দেখছিলাম।” পাশাপাশি একটি পোস্টারের মাধ্যমে শার্দূল জানিয়েছেন যে, পুত্র হয়েছে তাঁদের।
২০২১ সালের নভেম্বর মাসে শার্দূল ও মিত্তলীর বাগ্দান হয়েছিল। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল তাঁদের। শার্দূল এই খবর জানানোর পর সমাজমাধ্যমে অনেকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন:
গত বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন শার্দূল। কিন্তু এ বার নিলামের আগেই লখনউ থেকে তাঁকে ট্রেডে কেনে মুম্বই। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়ক শার্দূল। নিজের পুরনো দলে ফিরেছেন তিনি। আইপিএলে ১০৫ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ৬৮ রানও করেছেন তিনি।
শার্দূল মুম্বইয়ে ফেরায় তাঁদের দল আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন দলের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, “শার্দূল ওর অভিজ্ঞতা, বৈচিত্র ও ব্যাটে-বলে পারদর্শীতার মাধ্যমে আমাদের দলকে শক্তিশালী করেছে। ও মুম্বইয়ের ছেলে। এখানেই ওর যাত্রা শুরু। সেখানেই ও আবার ফিরেছে। আমি নিশ্চিত, এ বারের আইপিএলে ও ভাল খেলবে।”