নাজমুল হোসেন শান্ত গত জুন মাসে ইস্তফা দিয়েছিলেন টেস্ট দলের নেতৃত্ব থেকে। চার মাস পর আবার তাঁকেই অধিনায়ক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫-২৭ টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনিই নেতৃত্ব দেবেন।
ব্যক্তিগত কারণে টেস্ট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন নাজমুল। ব্যাটিংয়ে মন দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু তাঁকেই আবার দায়িত্ব দেওয়া হল। বিসিবির প্রকাশিত বিবৃতিতে নাজমুল বলেছেন, ‘‘টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। বোর্ড আমার উপর আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসাবে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। গর্বের সঙ্গে দায়িত্ব পালন করব।’’
বিসিসি সূত্রে খবর, আবার নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না নাজমুল। বোর্ড কর্তাদের চাপাচাপিতে রাজি হন। বিসিবি সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে চার কর্তা তাঁকে বোঝান। সাদা বলের ক্রিকেটে না হলেও লাল বলের ক্রিকেটে নাজমুলকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। শেষ পর্যন্ত ২০২৫-২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য রাজি হয়েছেন ২৭ বছরের ক্রিকেটার।
আরও পড়ুন:
২০২৩ সালে প্রথম বার বাংলাদেশে অধিনায়ক হয়েছিলেন নাজমুল। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলে চারটিতে জয় পেয়েছে। তার মধ্যে রয়েছে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জয়ও। গত জুনে শ্রীলঙ্কার কাছে সিরিজ় হারের পর নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন নাজমুল। তিনি আবার রাজি হওয়ায় বাংলাদেশকে টেস্ট অধিনায়ক বদল করতে হল না। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধেই শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ।