মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শোকসভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। রাজস্থান থেকে মহারাষ্ট্রে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে থাকা ১৫ ফুট গভীর গর্তে পড়ে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের কাজ চলছিল রাস্তার পাশে। অজিত পওয়ারের শোকসভায় যাচ্ছিলেন পাঁচ বন্ধু। সেই সময়েই মহারাষ্ট্রের সাতারার কাছে পাইপলাইনের জন্য খুঁড়ে রাখা গভীর গর্তে পড়ে যায় গাড়িটি। সেটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন পাঁচ যুবক। গুরুতর জখম অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। দু’জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক জন ইঞ্জিনিয়ার রয়েছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বুধবার সকালে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন পওয়ার। বারামতী বিমানবন্দরে তাঁর বিমান অবতরণের মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই দুর্ঘটনায় পওয়ার-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পওয়ারের শোকসভার আয়োজন করা হয়েছিল। সেই শোকসভায় যাচ্ছিলেন পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে এক জন ছিলেন রাজস্থানের। চার জন পুণের। সকলেই এক গাড়িতে যাচ্ছিলেন। কিন্তু সাতারার কাছে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।