Advertisement
E-Paper

এক দিনের ক্রিকেটে রান তাড়া করায় ভারতকে টপকে গেল একটি দেশ, ১২ বছর পর নেমে গেল ভারত

এক দিনের ক্রিকেটে রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার দখলে। সেই নজির অক্ষত থাকলেও নেদারল্যান্ডস টপকে গিয়েছে ইংল্যান্ড এবং ভারতকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১২:৪০
picture of cricket

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

৩৭০ রান তাড়া করে স্কটল্যান্ডকে হারিয়ে দিল নেদারল্যান্ডস। এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড করে ৬ উইকেটে ৩৬৯। জবাবে চার বল বাকি থাকতেই ৬ উইকেটে ৩৭৪ রান তুলল নেদারল্যান্ডস। ওপেনার ম্যাক্স ও’ডাউডের অপরাজিত ১৫৮ রানের সুবাদে দুরন্ত জয় তুলে নিল তারা। ভেঙে গেল ভারতের ১২ বছরের পুরনো রেকর্ড।

তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনও দল এর থেকে বেশি রান তাড়া করে জয় পায়নি ৫০ ওভারের ক্রিকেটে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরে ব্যাট করে ৪৩৫ রান তুলে জিতেছিল প্রোটিয়ারা। যা এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া করার নজির। এই তালিকায় দ্বিতীয় স্থানও রয়েছে দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার এই নজিরের পরই থাকছে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়।

এই তালিকায় চতুর্থ স্থানে চলে গেল ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইংল্যান্ডের ৩৬১ রান রাড়া করে জয়। পঞ্চম স্থানে নেমে গেল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৩৬০ রান তাড়া করে জয়ের নজির।

প্রথমে ব্যাট করে ৩৬৯ রান করে স্কটল্যান্ড। ১৫০ বলে ১৯১ রানের ইনিংস খেলেন ওপেনার জর্জ মুনসে। ১৪টি চার এবং ১১টি ছয় মারেন তিনি। স্কটল্যান্ডের পক্ষে এ ছাড়া উল্লেখযোগ্য রান অধিনায়ক ম্যাথু ক্রসের ৪৯ বলে ৫৯ রান। নেদারল্যান্ডের সফলতম বোলার মাইকেল লেভিট ৪১ রানে ২ উইকেট নেন। জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন নেদারল্যান্ডসের ব্যাটারেরা। মুখ্য ভূমিকা নিলেন ওপেনার ও’ডাউড। তাঁর ১৫৮ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৪টি ছক্কা। ২২ গজের এক দিক আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ছাড়া তেজা নিদামানুরু (৪২ বলে ৫১) এবং নোয়া ক্রোসও (২৯ বলে ৫০) ভাল ব্যাট করেছেন। স্কটল্যান্ডের সফলতম বোলার সাফিয়ান শরিফ ৬২ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন।

ODI record Indian Cricket team Netherlands Cricket Scotland Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy