Advertisement
E-Paper

আবার বিতর্কে দিগ্বেশ! নীতীশের সঙ্গে বাগ্‌যুদ্ধ, দফায় দফায় ঝামেলা, দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে কী ঘটল

দিল্লি প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচ ছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং সাউথ দিল্লি সুপারস্টার্জ়ের। এই ম্যাচে একাধিক বার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঝামেলায় জড়ান দু’দলের ক্রিকেটারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:১৬
picture of cricket

(বাঁ দিকে) দিগ্বেশ রাঠি এবং নীতীশ রানাকে (ডান দিকে) সরিয়ে দিচ্ছেন আম্পায়ার। ছবি: এক্স।

আবার বিতর্কে দিগ্বেশ রাঠি। এ বার দিল্লি প্রিমিয়ার লিগে ঝামেলায় জড়ালেন নীতীশ রানার সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হল দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারদের। দিল্লি প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং সাউথ দিল্লি সুপারস্টার্জ়। চড়া মেজাজের ম্যাচে একাধিক বার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রথমে ব্যাট করে সাউথ দিল্লি করে ৫ উইকেটে ২০১ রান। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট দিল্লি। ২১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নামেন ওয়েস্ট দিল্লির অধিনায়ক নীতীশ। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশাহারা হয়ে পড়েন সাউথ দিল্লির বোলারেরা। নীতীশের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেন সাউথ দিল্লির স্পিনার দিগ্বেশ। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে দিগ্বেশ রান আপ সম্পূর্ণ করেও হাত থেকে বল ছাড়েননি। ব্যাটার নীতীশ কিছু বলেননি। শ্যাডো সুইপ শট খেলেন। দ্বিগেশ পরের বল করতে এলে শেষ মুহূর্তে উইকেট থেকে সরে যান নীতীশ। এ বারও দিগ্বেশ হাত থেকে বল ছাড়েননি। এর পর সাউথ দিল্লির স্পিনারের উদ্দেশে কিছু বলেন নীতীশ। এর পরের বলে দিগ্বেশকে রিভার্স সুইপ করে ছয় মারেন নীতীশ। এর পরই দুই ক্রিকেটারের বাগ্‌যুদ্ধ শুরু হয়। দু’জনকেই পরস্পরের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। আগ্রাসী ভাবে দু’জনে পরস্পরের দিকে তেড়ে যান। পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে আন্দাজ করে ছুটে আসেন দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা। দু’জনকে দু’দিকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন তাঁরা। তাঁদের ঝামেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

শুক্রবারের ম্যাচে প্রথম থেকেই ছিল উত্তেজনা। নীতীশের দলের উইকেট রক্ষক-ব্যাটার কৃষ যাদবও ঝামেলায় জড়ান সাউথ দিল্লির জোরে বোলার আমন ভারতীর সঙ্গে। ওয়েস্ট দিল্লির ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে ছয় মারার চেষ্টা করেন কৃষ। কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন আনমোল শর্মা। কৃষ আউট হতেই তাঁর উদ্দেশে কিছু একটা বলেন আমন। পাল্টা জবাব দেন কৃষও। উত্তপ্ত হঠে পরিস্থিতি। সাউথ দিল্লির ক্রিকেটারেরা প্রায় ঘিরে ধরেন কৃষকে। আম্পায়ারেরা এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এসে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এই ম্যাচে ৫৫ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন নীতীশ। ৮টি চার এবং ১৫টি ছয় মেরেছেন তিনি। নীতীশের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ১৭.১ ওভারে ৩ উইকেটে ২০২ রান তুলে নেয় ওয়েস্ট দিল্লি। এই ম্যাচে বল হাতে সাফল্য পাননি দিগ্বেশ। ২ ওভার বল করে ৩৯ রান দেন তিনি। তার মধ্যে নীতীশ একাই ১১ বলে ৩৮ রান করেছেন।

গত আইপিএলেও লখনউ সুপার জায়ান্টের দিগ্বেশ তাঁর ‘নোটবুক’ উচ্ছ্বাসের জন্য বিতর্কে জড়িয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে একাধিক বার জরিমানা করে। একটি ম্যাচের জন্য নিলম্বিত (সাসপেন্ড) হতে হয় ২৫ বছরের স্পিনারকে। তার পরও তিনি নিজের উচ্ছ্বাসের ভঙ্গি পরিবর্তন করেননি। আইপিএলেও অভিষেক শর্মা-সহ একাধিক প্রতিপক্ষ ব্যাটারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি।

Nitish Rana Digvesh Rathi T20 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy