আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন ‘গুরুতর’ অভিযোগ করেছেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি। তবে নেটমাধ্যমে করা তাঁর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন ক্রিকেটাররা। নেটমাধ্যমে যে সব মন্তব্য করা হয়, আদৌ সেগুলিকে গুরুত্ব দেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে ম্যাচ জেতে ভারত। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এ বারের টি২০ বিশ্বকাপে প্রথম জিতল ভারত। শিনওয়ারির বক্তব্যের বিরোধিতা করে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া টুইট করে লেখেন, ‘এই ভাবেই ম্যাচ জিততে হয়। ভারত ভারতের মতো খেলল।’
ভারতের জয়ের আনন্দের টুইটটি রিটুইট করেন পাক অভিনেত্রী সেহর। তিনি লেখেন, ‘বিসিসিআই বেশ ভাল ম্যাচ কিনল।’ আকাশ সঙ্গে সঙ্গে তাঁকে উত্তর দেন। আকাশ একটি ছবি পোস্ট করেন সেই টুইটে। সেখানে লেখা, ‘বুদ্ধি বন্ধ আছে, মুখটাও যদি বন্ধ থাকত।’