এশিয়া কাপের আগে চেনা মেজাজে পাকিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩১ রানে জিতলেন সলমন আঘারা। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১০ উইকেটে ২০৭ রান করে। জবাবে আয়োজকদের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৭৬ রানে। এই প্রথম আমিরশাহির মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা তার বেশি রান তুলল পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আঘা। পাকিস্তানের শুরুটা ভাল হয়নি। ৩৮ রানে ২ উইকেট পড়ে যায়। তবে ওপেনার সাইম আয়ুব ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন। তিনি ৭টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে করেন ৩৮ বলে ৬৯ রান। পাকিস্তানের হয়ে ভাল ব্যাট করেন পাঁচ নম্বরে নামা হাসান নওয়াজও। তিনি করেন ২৬ বলে ৫৬। মারেন ২টি চার এবং ৬টি ছক্কা। এ ছাড়া বলার মতো রান মহম্মদ নওয়াজ ১৫ বলে ২৫। ২০০৯ সাল থেকে আমিরশাহিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে পাকিস্তান। এই প্রথম তারা সে দেশের মাটিতে ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলল। আমিরশাহির সফলতম বোলার সাগির খান ৪৪ বলে ৩ উইকেট নিয়েছেন। ৪৯ রানে ৩ উইকেট জুনেইদ সিদ্দিকির। ৩২ রানে ২ উইকেট হায়দার আলির।
জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারায় আমিরশাহি। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ওপেন করতে নেমে করেন ১৮ বলে ৩৩। ৩টি চার এবং ২টি ছয় মারেন তিনি। আমিরশাহির প্রথম দিকে আরও কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ছয় নম্বরে নেমে লড়াই করেন আসিফ খান। ৬টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে তাঁর ৩৫ বলে ৭৭ রানের ইনিংস কিছুটা চাপে ফেলে দেয় পাকিস্তানকে। কিন্তু আমিরশাহির অন্য ক্রিকেটারেরা তাঁকে প্রয়োজনীয় সঙ্গ দিতে পারেননি।
আরও পড়ুন:
পাকিস্তানের বোলারদের মধ্যে ৪৭ রানে ৩ উইকেট হাসান আলির। ২১ রানে ২ উইকেট নওয়াজের। সলমন মির্জা এবং সাইম একটি করে উইকেট নিয়েছেন। এশিয়া কাপের প্রস্তুতি প্রতিযোগিতায় এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে আঘার দলের।