Advertisement
E-Paper

স্পনসর হারিয়ে শাপে বর ভারতীয় বোর্ডের! নতুন চুক্তিতে আরও লাভের আশায় বিসিসিআই

‘ড্রিম ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। নতুন চুক্তিতে অন্তত ১০০ কোটি টাকা বেশি আশা করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১২:৫৭
picture of cricket

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতর। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ‘ড্রিম ১১’-কে। স্বাভাবিক ভাবেই নতুন স্পনসরের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পনসর চাইছেন বোর্ড কর্তারা। আগের বারের থেকে অন্তত ১০০ কোটি টাকা বেশি চান বোর্ড কর্তারা।

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসরের কাছ থেকে কমপক্ষে ৪৫০ কোটি টাকা পাওয়ার আশা করেছেন বিসিসিআই কর্তারা। একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা বলছেন তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্রিম ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। নতুন চুক্তিতে অন্তত ১০০ কোটি টাকা বেশি আশা করা হচ্ছে। এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পনসর। ভারতীয় দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজ়ের পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতাগুলির জন্য স্পনসর চাইছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ের প্রতিটি ম্যাচের জন্য সাড়ে ৩ কোটি টাকা এবং বহুদলীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছেন কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বিসিসিআই প্রতি দ্বিপাক্ষিক ম্যাচে সাড়ে ৩ কোটি টাকা এবং আইসিসি বা এসিসি ম্যাচের জন্য দেড় কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ‘ড্রিম ১১’-এর থেকে পাওয়া টাকার থেকে বেশি। তবে, বাইজুসের থেকে কম।’’ কয়েক দিন আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া বলেছিলেন, ‘‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ মধ্যে হওয়া চুক্তি বাতিল হয়েছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত হবে না। এটা আমরা নিশ্চিত করব।’’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। হাতে সময় কম। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পনসরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছেন বিসিসিআই কর্তারা।

Indian Cricket BCCI Sponsor Asia Cup 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy