বিতর্ক পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। রবিবার সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামবে তারা। তার আগে শনিবারের নির্ধারিত সাংবাদিক বৈঠক বাতিল করে দিল তারা। ফলে এশিয়া কাপের দ্বৈরথের আগে বাড়ছে উত্তাপ এবং জল্পনা। কেন পাকিস্তান সাংবাদিক বৈঠক বাতিল করেছে তা অজানা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দেওয়া সূচি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পাকিস্তানের সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। একই সময়ে তাদের অনুশীলনও শুরু হওয়ার কথা আইসিসি অ্যাকাডেমির মাঠে। ‘ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, অনুশীলন হবে। তবে কয়েক ঘণ্টা আগেই বাতিল করে দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠক।
কেন সাংবাদিক বৈঠক বাতিল তার কোনও কারণ জানায়নি পাকিস্তান। আমিরশাহির বিরুদ্ধে গত ম্যাচের আগেও সাংবাদিক বৈঠক করেনি তারা। করমর্দন-বিতর্ক এখনও পুরোপুরি মেটেনি বলেই মনে করা হচ্ছে।
শনিবার ভারতও সাংবাদিক বৈঠক করবে না। তবে যে হেতু তারা শুক্রবারই ম্যাচ খেলেছে, তাই শনিবার আলাদা করে সাংবাদিক বৈঠক না করলেও চলে। ওমান ম্যাচের পরেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠক করেন, যেখানে পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন করা হয়।
আরও পড়ুন:
বস্তুত, করমর্দন-বিতর্কের পর থেকেই উত্তাপ রয়েছে এই ম্যাচ নিয়ে। সলমন আঘার সঙ্গে সূর্যকুমার যাদবের হাত না মেলানো এবং সেই কাজে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। রবিবারের ম্যাচেও পাইক্রফ্টই ম্যাচ রেফারি থাকছেন। সেই সিদ্ধান্তেরই প্রতিবাদ হিসাবে সাংবাদিক বৈঠক বাতিল করা হল কি না, তা নিয়ে জল্পনা চলছে।
আমিরশাহি ম্যাচের আগেই পাইক্রফ্ট কথা বলেছিলেন পাকিস্তান কোচ, অধিনায়ক, দল এবং মিডিয়া ম্যানেজারের সঙ্গে। সেখানে ভুল বোঝাবুঝির কথা জানিয়েছিলেন তিনি। পাকিস্তান অবশ্য জানিয়েছিল পাইক্রফ্ট ক্ষমা চেয়েছেন। পরে তা উড়িয়ে দেয় আইসিসি।