বুধবার পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে হবে ম্যাচ। কিছু দিন আগে এই নিউ জ়িল্যান্ডের কাছে ত্রিদেশীয় সিরিজ়ে হেরেছিল পাকিস্তান। ফলে কঠিন লড়াই হতে চলেছে তাদের কাছে। তার আগে দলের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন মহম্মদ রিজওয়ান। দাবি করলেন, একা তিনি নন, পাকিস্তান দলের ১৫ জনই অধিনায়ক।
শেষ দু’টি আইসিসি প্রতিযোগিতায় গ্রুপ পর্ব পেরোতে পারেনি পাকিস্তান। এ বার দেশের মাটিতে নিজেদের শক্তি দেখাতে মরিয়া তারা। যদিও বিভিন্ন বিভাগে পিছিয়ে থাকা পাকিস্তানকে অনেকেই ট্রফির দাবিদার হিসাবে দেখছেন না। সেই হিসাব উল্টে দিতে মরিয়া আয়োজক দেশ।
প্রথম ম্যাচের আগে রিজওয়ান বলেছেন, “শুধু বাবর আজম বা আমি নই। দলের প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য। যেটুকু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেটুকু নিয়েই কাজ করছি। অধিনায়ক হিসাবে গোটা দলের পারফরম্যান্সে জিততে পারলে তখনই সবচেয়ে ভাল লাগে। তবে শেষ কয়েকটা ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের জিতিয়েছে। এখন ১৫ জন সদস্যের দিকেই নজর রয়েছে। আমাদের দলের ১৫ জনই অধিনায়ক। আমি শুধু সাংবাদিক বৈঠকে আসি বা টস করতে যাই।”
আরও পড়ুন:
ওপেনার সাইম আয়ুবকে ছাড়াই নামতে হবে পাকিস্তানকে। ফলে ওপেন করতে হবে বাবর আজমকে। তা নিয়ে সমালোচনা হলেও কান দিতে রাজি নন রিজ়ওয়ান। বলেছেন, “আমাদের দলে একাধিক বিকল্প রয়েছে। তবে কম্বিনেশনের দিকে তাকালে দেখতে পাবেন, বাবরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করবে। আমরা ওকে নিয়ে খুশি। দেশের মাটিতে বাঁহাতি-ডানহাতি জুটিই আমরা চাই।”