বাবর আজম। — ফাইল চিত্র।
এশিয়া কাপের আগেই এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হয়ে যেতে পারে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে এখন এক দিনের সিরিজ় খেলতে ব্যস্ত তারা। যদি শনিবার তৃতীয় এক দিনের ম্যাচে জিতে আফগানদের চুনকাম করেন বাবর আজমরা, তা হলেই অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের এক নম্বর দল হয়ে যাবেন তাঁরা। এশিয়া কাপেও এক নম্বর দল হিসাবেই খেলতে নামবেন।
এখন এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। কিন্তু ২৩ ম্যাচে তাদের সর্বমোট পয়েন্ট ২৭১৪। সেখানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ২২ ম্যাচে সর্বমোট পয়েন্ট ২৫৯০। শতাংশের বিচারে রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় এক নম্বর স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। কিন্তু আফগানিস্তানকে তৃতীয় ম্যাচে পাকিস্তান হারালে তাদের রেটিং পয়েন্ট হবে ১২৬। তখনই অস্ট্রেলিয়াকে টপকে যাবে তারা।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে ভাল খেলেছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভাল খেলে। কিন্তু কোনওটিতেই জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে চরম নাটক হয়। শাদাব খানকে মাঁকড়ীয় আউট করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম-সহ বাকিরা। তাই শনিবার তৃতীয় এক দিনের ম্যাচে নজর রয়েছে সকলেরই।
অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু এশিয়া কাপের আগে তাদের কোনও এক দিনের সিরিজ় নেই। ফলে পাকিস্তানকে টপকানোরও সম্ভাবনা নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy