Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
ICC World Cup 2023

বিশ্বকাপ নিয়ে জটিলতা! পাকিস্তানের ভারতে খেলতে আসা অনিশ্চিত, কোথায় খেলবেন বাবররা?

এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ঘিরে জটিলতা বাড়ছে। পাকিস্তান সম্ভবত তাদের ম্যাচ ভারতে খেলতে আসবে না। তার বদলে বাবর আজ়মদের সব ম্যাচ হতে পারে অন্য দেশে।

India vs Pakistan

এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসতে রাজি নয় পাকিস্তান। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৭:৩৫
Share: Save:

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এ বার এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনও নিরপেক্ষ দেশে খেলতে চায় তারা।

বিশ্বকাপ খেলতে ভারতে না-ও আসতে পারেন বাবর আজ়মরা। পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আইসিসির বৈঠকে এমন প্রস্তাবই দিতে পারে পাক ক্রিকেট বোর্ড। ভারত যে হেতু এশিয়া কাপ খেলতে সে দেশে যাবে না, তাই তারাও এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না। নিজেদের আপত্তির কথা আইসিসিকে ইতিমধ্যেই জানিয়েছেন পাক কর্তারা।

দু’দেশের শীতল দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব থেকে মুক্ত নয় ক্রিকেটও। বেশ কয়েক বছর ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ়। শুধুমাত্র আইসিসি বা বহুদলীয় প্রতিযোগিতাগুলিতে পরস্পরের বিরুদ্ধে খেলে দু’দেশ। এ বার তা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। কারণ আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আবার আগামী এক দিনের বিশ্বকাপের আয়োজন ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। প্রতিযোগিতা হবে নিরপেক্ষ কোনও দেশে। তা নিয়ে দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শুরু হয় চাপান-উতোর।

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও অসন্তোষ গোপন করা হয়নি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা প্রথম থেকেই সংযত ছিল। নিজেদের অবস্থান স্পষ্ট করার বাইরে কোনও মন্তব্য করা হয়নি বিসিসিআই কর্তাদের তরফে। ভারতীয় বোর্ডের অবস্থান জানার পর থেকে পাকিস্তানের ক্রিকেট কর্তারাও এক দিনের বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে জটিল অবস্থান নিতে শুরু করেন।

এশিয়া কাপে ভারতীয় দলের খেলাগুলি কোথায় হবে, তা এখনও জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে হওয়ার ব্যাপারটি এক রকম নিশ্চিত। এক দিনের বিশ্বকাপ নিয়ে একই অবস্থান নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশ্বকাপ নিয়ে পাল্টা চাপ দিতে শুরু করল পাকিস্তান। তারাও নিরপেক্ষ দেশে বিশ্বকাপের ম্যাচ খেলার আবেদন করেছে আইসিসির কাছে। আইসিসির তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সংস্থার পরবর্তী বৈঠকে বিষয়টি তুলতে পারেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE