আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মাঝেই বড় হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দলের সংখ্যা ছয় থেকে বেড়ে হল আট। নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজ়ি। যদিও সেই দাম আইপিএলে শ্রেয়স আয়ার এবং ঋষভ পন্থের মিলিত আয়ের সমান। বৃহস্পতিবার নিলাম শুরু হওয়ার আগে এক দফা নাটকও হয়। নিলাম থেকে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পিএসএল ফ্র্যাঞ্চাইজ়ি মুলতান সুলতানের প্রাক্তন কর্ণধার আলি খান তারিন।
এক দশক পর দলের সংখ্যা বাড়তে চলেছে পিএসএলে। নতুন দু’টি দল হল শিয়ালকোট এবং হায়দরাবাদ (পাকিস্তান)। প্রতিযোগিতার নতুন দলের জন্য নিলামের ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৬২ লাখ ডলারে (প্রায় ৫৫ কোটি ৫৭ লাখ টাকা) হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা পেয়েছে আমেরিকার একটি ব্যবসায়িক গোষ্ঠী। একটি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা এবং একটি বিমান সংস্থার জোটের মালিকানায় রয়েছে শিকাগো কিংসম্যান। অন্য দিকে, ৬৫ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৫৮ কোটি ৩৮ লাখ টাকা) দাম দিয়ে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা পেয়েছে একটি নির্মাণ সংস্থা। পিএসএলের নতুন দু’টি দলের মালিকানা বিক্রি করে পিসিবির ঘরে আসছে প্রায় ১১৩ কোটি ৯৫ লাখ টাকা।
যে দামে পিএসএলের হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ি বিক্রি হয়েছে, তা আইপিএলে শ্রেয়স এবং পন্থের মিলিত বার্ষিক বেতনের প্রায় সমান। পঞ্জাব কিংস থেকে শ্রেয়স বছরে পান ২৬ কোটি ৭৫ লাখ টাকা। আর লখনউ সুপার জায়ান্টস পন্থকে বছরে দেয় ২৭ কোটি টাকা। আইপিএল থেকে দুই ক্রিকেটারের বার্ষিক মিলিত আয় ৫৩ কোটি ৭৫ লাখ টাকা। আর পিএসএলের নতুন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ির দাম ৫৫ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ ১ কোটি ৮২ লাখ টাকা বেশি। শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজ়ির দাম দুই ভারতীয় ক্রিকেটারের বেতনের থেকে ৪ কোটি ৬৩ লাখ টাকা বেশি। যে টাকায় আইপিএলে ভাল মানের এক জন ক্রিকেটারকেও কেনা যায় না।
পিএসএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজ়ির দাম নিয়ে যেমন সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে, তেমনই আলোচনায় উঠে এসেছে জিন্না কনভেনশন সেন্টারে নিলাম শুরুর আগের এক ঘটনা। পিএসএলে নতুন দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন মুলতান দলের প্রাক্তন কর্ণধার তারিন। কিন্তু নিলাম শুরুর এক ঘণ্টা আগে তিনি অংশ না নেওয়ার কথা জানান। লেখেন, ‘‘সব কিছু ভেবে আমি এবং আমার পরিবার পিএলএসের ফ্র্যাঞ্চাইজ়ি নিলামে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মুলতান সুলতানের সঙ্গে যুক্ত ছিলাম। ওটা আমাদের কাছে শুধু একটা ক্রিকেট দল ছিল না। দক্ষিণ পঞ্জাবের আবেগও জড়িয়ে ছিল। দীর্ঘ দিন ধরে উপেক্ষিত একটি অঞ্চলকে তুলে ধরতে চেয়েছিলাম আমরা। যা কিছু আমরা করেছিলাম, তার মূলে ছিল এই একটাই ভাবনা। আবার পিএসএলে ফিরলে মুলতানের হয়েই ফিরব। আমার হৃদয় সব সময় দক্ষিণ পঞ্জাব। আমার বাড়ির মতো।’’ তিনি আরও লেখেন, ‘‘আগামী পিএসএলে আমি গ্যালারিতে থাকব। ক্রিকেটারদের উৎসাহ দেব। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আনন্দ করব। যখন মুলতানের দল বিক্রি হবে, তখন আমরা আবার মাঠে নামব। নিলামে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা। সবচেয়ে সপ্রতিভ মালিকের জয় হোক।’’
পিসিবি কর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জন্য পিএসএল ছেড়েছিলেন। রামিজ রাজার নেতৃত্বাধীন পিসিবির সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না। মনে করা হয়েছিল, পিসিবিতে পালা বদলের পর পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজ়ি কেনার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তারিন।