শুধু দেশ নয়, মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। অনেকেই ধোনির মতো হতে চান, ধোনিকে আদর্শ হিসাবে সামনে রেখে বড় হয়ে ওঠেন। মাঠে ধোনিকে অনুকরণ করতে চান। ফতিমা সানা সে রকমই একজন। বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দিতে নামার আগে সানা জানিয়েছেন, ধোনির মতো ‘ক্যাপ্টেন কুল’ হয়ে উঠতে চান তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অভিযান শুরু ২ অক্টোবর। তার আগে ‘পিটিআই’-কে দেওয়া সাক্ষাৎকারে সানা বলেছেন, “বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় দেশকে নেতৃত্ব দিতে নামলে একটু চাপ তো থাকবেই। তবে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছি আমি।”
সানা আরও বলেছেন, “ভারত এবং চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ওঁর ম্যাচ আমি দেখেছি। মাঠে ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ঠান্ডা মাথা এবং যে ভাবে সতীর্থদের পাশে দাঁড়ান তা থেকে অনেক কিছু শেখার আছে। অধিনায়কত্ব পাওয়ার সময়েই ভেবে নিয়েছিলাম আমাকে ধোনির মতো হতে হবে। আমি ওঁর সাক্ষাৎকার দেখে অনেক কিছু শিখেছি।”
এর আগে পাঁচ বার মহিলাদের বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। জিতেছে মাত্র একটি ম্যাচ। সেটা ২০২২-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তবে সানার মতে, এ বার তাঁরা অনেক ভাল খেলবেন। বলেছেন, “এ বার হারের ধারা শেষ হবে। সতীর্থেরা জানে এই প্রতিযোগিতা পাকিস্তানের মহিলা ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অতীতের কথা ভাবছি না। দেশকে সেমিফাইনালে তুলতে চাই।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “পাকিস্তানে এখন অনেক মেয়েরা স্কুলে ক্রিকেট খেলছে। আন্তর্জাতিক ম্যাচ টিভিতে দেখানো হচ্ছে। পুরস্কারমূল্য বাড়িয়ে আইসিসি-ও ভাল কাজ করেছে। পাকিস্তানের অনেক মহিলা ক্রিকেটার এতে অনুপ্রাণিত হবে।”