পাকিস্তানের গ্যালারিতে উড়ছে তেরঙা। এক ঝটকায় দেখলে ভারতের পতাকা বলে মনে হতে পারে। তবে অশোক চক্রের জায়গায় গোলের ভিতর রয়েছে আটটি দাগ। ভারতের অশোক চক্রে ২৪টি দাগ থাকে। কিন্তু পাকিস্তানের খেলার মাঝে তেরঙা কেন? পাক সমর্থকেরা অভিনব কায়দায় ভারতকে খেলতে যাওয়ার অনুরোধ করলেন। পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে এমনটাই দেখা গেল লাহোরে।
কিছু পাক সমর্থক শনিবার পাকিস্তানের পতাকা এবং তেরঙা নিয়ে এসেছিলেন। পাকিস্তানের পতাকাটিও খুব কাঁচা হাতে তৈরি। সেই পাকিস্তানের পতাকা এবং তেরঙার মাঝে একটি সাদা কাপড়ের উপর লেখা রয়েছে, “পাকিস্তানে এসে খেল ভারত। পাকিস্তান সুরক্ষিত দেশ। খেলাকে খেলার মতো থাকতে দাও। খেলার মধ্যে রাজনীতি আনার দরকার নেই।”
আরও পড়ুন:
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে চায়নি। সেই কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়েছে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। পাকিস্তানকেও দুবাইয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে হবে। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে। প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। যে কারণে পাক সমর্থকেরা ভারতের কাছে সে দেশে খেলতে যাওয়ার অনুরোধ করেছে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচ করাচিতে। পাকিস্তানে লাহোর এবং রাওয়ালপিণ্ডিতেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে। এই তিনটি মাঠই নতুন করে তৈরি করা হয়েছে। পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়েই শনিবার নতুন করে মাঠের উদ্বোধন হয়। এই দলের ম্যাচ দিয়েই শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি।