কোচ তারক সিংহকে বাড়ি কিনে দিয়েছিলেন আশিস নেহরা। ভারতের অন্যতম সেরা বাঁহাতি পেসার ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাঁর কোচকে বাড়িওয়ালা ঘর ছাড়তে বলেছিল। সেটা জানতে পেরেই নেহরা বাড়ি কিনে দিয়েছিলেন। এমনটাই জানা গিয়েছে সদ্য প্রকাশিত এক বইয়ে।
নেহরার ছোটবেলার কোচ তারক। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। যে ক্লাবে খেলেই বড় হয়েছেন ঋষভ পন্থ। সাংবাদিক বিজয় লোকপল্লির লেখা বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা। ভারতীয় পেসার জানতে পেরেছিলেন যে, তারকের বাড়িওয়ালা ঘর ছাড়ার নোটিস দিয়েছেন। সেটা জানার পরেই বাড়ি খুঁজতে শুরু করেন নেহরা। দেরি করে অনুশীলনে যেতেন ওই সময়। এক দিন দেরি করে অনুশীলনে যাওয়ার পর কোচ জিজ্ঞেস করেন, কেন রোজ দেরি হচ্ছে আসতে। নেহরা তখন তাঁর হাতে চাবি ধরিয়ে দেন। জানান কোচের জন্য বাড়ি কিনেছেন তিনি। তারকের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই তাঁকে বাড়ি কিনে দিয়েছিলেন নেহরা।
আরও পড়ুন:
ভারতের অন্যতম সেরা কোচ মনে করা হয় তারককে। ১৯৬৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সনেট ক্রিকেট ক্লাব তৈরি করেছিলেন তিনি। যে ক্লাব থেকেই নেহরা, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে। ছাত্রদের কাছে ওস্তাদজি নামে পরিচিত ছিলেন তিনি।
২০০১ সালে তারককে ভারতের মহিলা দলের কোচ করা হয়েছিল। এক বছরের জন্য সেই দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার তারককে দ্রোণাচার্য সম্মান দিয়েছিল। ক্যানসার আক্রান্ত ২০২১ সালের ৬ নভেম্বর মৃত্যু হয় তাঁর। সেই সময় তারকের বয়স ছিল ৭১ বছর।