দ্বিতীয় এক দিনের ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা ইংল্যান্ড শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার জ্যাকব বেথেল। তাঁর পরিবর্ত হিসাবে জস বাটলারের দলে এসেছেন টম ব্যান্টন।
ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে জন্য ইংল্যান্ড দলে যোগ দিলেন ব্যান্টন। দেশের হয়ে ছ’টি এক দিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। ২০২০ সালের অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। আবু ধাবির আইএল টি-টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ড দলে আবার ডাক পেলেন তিনি। ১১টি ম্যাচে ৫৪.৭৭ গড়ে তিনি করেছেন ৪৯৩ রান। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘‘ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ডাকা হয়েছে সামারসেটের ব্যাটার টম ব্যান্টনকে। প্রথম এক দিনের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে জ্যাকব বেথেল। তার পরিবর্ত হিসাবে ব্যান্টনকে ডাকা হয়েছে।’’
আরও পড়ুন:
ভারত সফরে এসে থেকে একের পর এক সমস্যায় ভুগছেন বেথেল। ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর পেটের সমস্যায় ভোগেন। সে কারণে তিনি দু’টি ম্যাচ খেলতে পারেননি।