কয়েক দিন আগে ৪০ বছর পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর খেলায় অবশ্য বয়সের ছাপ নেই। শুক্রবার তাঁর মুকুটে যোগ হল নতুন পালক। ৪০ বছর পূর্ণ হওয়ার পর প্রথম গোলটি করলেন মায়ের সামনে। একই সঙ্গে নিজের ৯২৪তম গোলটি করলেন সিআর সেভেন।
সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়েছে রোনাল্ডোর আল নাসের। ম্যাচের ২২ এবং ৭২ মিনিটে জোড়া গোল করেন জন ডুরান। ৭৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান আল নাসের অধিনায়ক। ৪০ বছরে পা দেওয়ার পর প্রথম গোল করলেন রোনাল্ডো। প্রমাণ করে দিলেন বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। এই বয়সে সাধারণত ফুটবলারেরা অবসর নিয়ে ফেলেন। অথচ রোনাল্ডো প্রায় প্রতি ম্যাচে গোল করে চলেছেন। এগিয়ে চলেছেন ১০০০ গোলের মাইলফলকের দিকে।
রোনাল্ডো গোল পেতেই দর্শকাসনে দাঁড়িয়ে পড়েন তাঁর মা। বেশ কিছু ক্ষণ হাততালি দেন উচ্ছ্বসিত মারিয়া ডোলোর্স অ্যাভেইরো। ছেলের কৃতিত্ব উপভোগ করছিলেন তিনি। সেই সময়কার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। পেশাদার ফুটবলে ১৭ বছর বয়স থেকে টানা প্রতি বছর গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর।
আরও পড়ুন:
শুক্রবারের ম্যাচে ছিল রোনাল্ডোর জন্য বিশেষ আয়োজন। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ৪০ বছরের স্ট্রাইকারকে সম্মানিত করা হয়। গোটা স্টেডিয়ামের দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। রোনাল্ডোকেও দর্শকদের দিকে হাত নাড়তে দেখা যায়। সে সময় বেশ আবেগপ্রবণ দেখিয়েছে পর্তুগিজ ফুটবলারকে।