Advertisement
১৭ মে ২০২৪
ICC ODI World Cup 2023

বিশ্বকাপে টিকে যাওয়ার পরেই আইসিসি-র থেকে শাস্তি পেল পাকিস্তান

শনিবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তার পরেই আইসিসি-র শাস্তি পেল তারা। কেন শাস্তি দেওয়া হল তাদের?

cricket

বাবর আজম। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:০৬
Share: Save:

শনিবার বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তার পরেই আইসিসি-র শাস্তি পেল তারা। মন্থর গতিতে বল করার জন্যে শাস্তি পেল তারা। বাবর আজমের দলের ১০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। নির্ধারিত সময়েও পাকিস্তান দু’টি ওভার কম করেছিল। সেই কারণেই শাস্তি দেওয়া হয়েছে তাদের।

মাঠের আম্পায়ার পল উইলসন এবং রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন এই শাস্তি দিয়েছেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রতি কম ওভার পিছু ৫ শতাংশ করে ম্যাচ ফি কাটা যায়। পাকিস্তান দু’ওভার কম করায় তাদের ১০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। বাবর আজম অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই কোনও শুনানির দরকার পড়েনি।

রাচিন রবীন্দ্রের শতরানের সৌজন্যে শনিবারের ম্যাচে আগে ব্যাট করে ৪০১ রান তোলে নিউ জ়িল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৯৫ করেন। পাকিস্তানের ওপেনার ফখর জ়মান ঝোড়ো খেলে শতরান করেন। কিন্তু বৃষ্টি আসায় প্রথমে পাকিস্তানের লক্ষ্যমাত্রা কমে যায়। পরে দ্বিতীয় বার বৃষ্টিতে আসার পর খেলা আর শুরু করা যায়নি। ডিএলএস নিয়মে পাকিস্তান জিতে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC ODI World Cup 2023 Babar Azam Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE