Advertisement
E-Paper

গম্ভীর ভাবছে ও যা বলছে সেটাই ঠিক! রোহিত-কোহলির পাশে দাঁড়িয়ে ভারতীয় দলের কোচকে একহাত আফ্রিদির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের পর সমালোচকদের একহাত নিয়েছিলেন গৌতম গম্ভীর। তাতেও বন্ধ হয়নি তাঁর সমালোচনা। গম্ভীরের বিরুদ্ধে এ বার মুখ খুললেন শাহিদ আফ্রিদি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১১
picture of cricket

(উপরে বাঁ দিক থেকে) বিরাট কোহলি, রোহিত শর্মা। (নীচে বাঁ দিক থেকে) গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে প্রত্যাশিত ফল হচ্ছে না। একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ ক্রিকেটমহল। বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা কোচ গম্ভীরের সমালোচনা করছেন। এ বার তিনি সমালোচিত হলেন সীমান্তের ও পার থেকেও। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিন আফ্রিদি মুখ খুললেন গম্ভীরকে নিয়ে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘গম্ভীর কোচ হওয়ার পর থেকে মনে করছে, ও যেটা ভাবছে বা বলছে, সেটাই ঠিক। কিন্তু কিছু দিনের মধ্যেই দেখা গিয়েছে, ওর সব সিদ্ধান্ত সঠিক নয়। সব সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।’’ আফ্রিদির মতে, মানসিকতা নমনীয় করতে পারলে কোচ গম্ভীর উপকৃত হতে পারেন। ভারত-পাকিস্তান উত্তাপকে কেন্দ্র করে একাধিক বার আফ্রিদি এবং গম্ভীর বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন সমাজমাধ্যমে। পরস্পরকে আক্রমণ করেছেন। এ বারও সম্ভবত সুযোগ বুঝে গম্ভীরের সমালোচনা করেছেন আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জেতার পর সমালোচকদের একহাত নিয়েছিলেন গম্ভীর। আইপিএলের একটি ফ্রাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধারকে সরাসরি নিশানা করেছিলেন ভারতীয় দলের কোচ। ব্যাখ্যা দিয়েছিলেন টেস্ট ক্রিকেটে ভারতের খারাপ পারফরম্যান্সেরও। তার পরও বন্ধ হয়নি সমালোচনা। বরং আরও অনেকে মুখ খুলতে শুরু করেছেন কোচ গম্ভীরের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন আফ্রিদিও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্সের প্রশংসা শোনা গিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মুখে। আফ্রিদি বলেছেন, ‘‘ভারতীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড হল কোহলি এবং রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ওরা যে ভাবে খেলল, তাতে একটা বিষয় নিশ্চিত। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবে ওরা।’’ দুই ব্যাটারের বয়সের কথা মাথায় রেখে পরামর্শের সুরে আফ্রিদি বলেছেন, ‘‘আমার মতে, ওদের মতো ব্যাটারদের বেছে বেছে খেলানো উচিত। তুলনায় দুর্বল দলগুলির বিরুদ্ধে কোহলি এবং রোহিতকে বিশ্রাম দিয়ে তরুণদের দেখে নিতে পারে ভারত।’’

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড এত দিন ছিল আফ্রিদির। কয়েক দিন আগে রোহিত সেই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। তা নিয়ে আফ্রিদি বলেছেন, ‘‘রোহিত নতুন রেকর্ড গড়ায় আমি খুশি হয়েছি। রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। রেকর্ডটা আরও ভাল হল। আমার পছন্দের একজন খেলোয়াড় রেকর্ডটা ভেঙেছে। তাই আরও বেশি ভাল লাগছে। রোহিতের সঙ্গে এক দলে খেলেছি। ২০০৮ সালের আইপিএলে আমরা দু’জনেই ডেকান চার্জার্সে ছিলাম। তখন থেকেই রোহিতকে আমার বেশ লাগে। অনুশীলনে ওর ব্যাটিং দেখতাম। তখন থেকেই ও খুব ভাল ব্যাটার। তখনই মনে হয়েছিল, রোহিত এক দিন ঠিক ভারতের হয়ে খেলবে। আন্তর্জাতিক ক্রিকেটেও দক্ষতার ছাপ রেখেছে রোহিত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমার দ্রুততম শতরানের রেকর্ডটা ১৮ বছর অক্ষত ছিল। ওটাও কিছু দিন আগে ভেঙে গিয়েছে। এক জন ক্রিকেটার রেকর্ড গড়বে। আর একজন সেটা ভাঙবে। এটাই তো ক্রিকেট।’’

আফ্রিদি চান, আগামী এক দিনের বিশ্বকাপেও খেলুন কোহলি এবং রোহিত। সাদা বলের ক্রিকেটকে দু’জনেরই আরও কিছু দেওয়ার আছে বলেও বিশ্বাস করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Shahid Afridi Gautam Gambhir Virat Kohli Rohit Sharma India Pakistan Relation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy