প্রতিযোগিতা চলাকালীনই এক ক্রিকেটারেরা বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। চুরির দায়ে জেলে গিয়েছেন সেই ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে। জার্সির বিরুদ্ধে খেলা ছিল পাপুয়া নিউ গিনির। সেই ম্যাচের আগে পাপুয়া নিউ গিনির উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিঙ্গার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
পাপুয়া নিউ গিনির সংবাদমাধ্যম ‘ইএমটিভি’ জানিয়েছে, জার্সির ম্যাজেস্ট্রেট আদালতে হাজির করানো হয়েছিল কিপলিনকে। তিনি অপরাধ স্বীকার করেছেন। ম্যাজিস্ট্রেট এই অভিযোগের গুরুত্ব বুঝে তা রয়্যাল কোর্টে পাঠিয়েছে। ফলে আপাতত জেলেই থাকতে হবে কিপলিনকে। জামিন পাবেন না তিনি। ২৮ নভেম্বর হবে মামলার পরবর্তী শুনানি।
২৯ বছর বয়সি কিপলিন পাপুয়া নিউ গিনির সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এক জন। ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। দেশের হয়ে ৩৯ এক দিনের ম্যাচ ও ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন। আইসিসি চ্যালেঞ্জ লিগেও ভাল খেলছিলেন। তার মাঝেই চুরির দায়ে জেলে তিনি। অবশ্য কিপলিন কী চুরি করেছেন বা কোথা থেকে চুরি করেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে, এই ঘটনার সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। যা হয়েছে কিপলিন নিজে তার জন্য দায়ী। ফলে এই ঘটনার প্রভাব দলের খেলায় পড়বে না। মাঠের বাইরের কোনও ঘটনা নিয়ে দলের ক্রিকেটারেরা ভাবছেন না বলেও জানিয়েছে বোর্ড।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে ন’টি ম্যাচ খেলেছে পাপুয়া নিউ গিনি। চারটি জিতেছে তারা। হেরেছে চারটি। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে তাদের পয়েন্ট ৯। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে ডেনমার্ক, কাতার, কুয়েত ও কেনিয়াকে হারিয়েছিল পাপুয়া নিউ গিনি। কিন্তু চলতি বছর ডেনমার্ক, কুয়েত, কেনিয়া ও জার্সির কাছে হেরেছে তারা। তার মাঝেই কিপলিনের ঘটনায় বিড়ম্বনায় পাপুয়া নিউ গিনি।