ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়ে বিপদে পড়লেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের ‘ব্যাগি গ্রিন’ টুপি হারিয়ে গিয়েছে। এখনও সেটি খুঁজে পাননি। ক্ষয়ে যাওয়া টুপি দিয়েই কাজ চালাচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে ‘ব্যাগি গ্রিন’ টুপি ঐতিহ্যের এবং সম্মানের। টেস্ট অভিষেকের সময় এই টুপি তাঁরা পান, যা গোটা ক্রিকেটজীবন পরে থাকতে হয়। সেই টুপিই খুঁজে পাচ্ছেন না কামিন্স।
আরও পড়ুন:
প্রথম টেস্টে টস করতে নামার সময় ব্যাপারটা বোঝা যায়। দেখা যায় কামিন্স একটি পুরনো টুপি পরে নেমেছেন। প্রশ্ন ওঠার পর জানা যায় কামিন্সের ‘ব্যাগি গ্রিন’ টুপিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণে তাঁকে একটু পুরনো টুপি পরতে হয়েছে। শোনা গিয়েছে, কামিন্স নিজের পুরনো টুপিটি টসের আগে পরতে চাননি। নতুন টুপি পরে সিরিজ়ে নামতে চেয়েছিলেন। সেটিও হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। পুরনো টুপি দিয়েই কাজ চালাতে হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে তারা। যদিও হারের কারণ হিসাবে আম্পায়ারদের ব্যর্থতাকেই তুলে ধরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রস্টন চেজ়। জানিয়েছিলেন, কিছু সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে যাওয়াতেই জিততে পারেননি।