চার ছক্কায় খেলা শেষ করেছেন শ্রেয়স আয়ার। অধিনায়কের ইনিংস খেলেছেন তিনি। নিজের কাঁধে পঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তুলেছেন শ্রেয়স। তবে তাঁর মতে, এখনও অর্ধেক কাজ বাকি রয়েছে। কোন মন্ত্রে তিনি দলকে জিতিয়েছেন তা-ও জানিয়েছেন পঞ্জাবের অধিনায়ক।
ম্যাচ শেষে শ্রেয়স জানিয়েছেন, তাঁদের কাজ এখনও শেষ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এখনও বাকি রয়েছে। শ্রেয়স বলেন, “কাজ এখনও অর্ধেক বাকি। আপাতত এই মুহূর্ত উপভোগ করছি। কিন্তু এর পরেই সবচেয়ে বড় ম্যাচ। সে দিকেই নজর রয়েছে।”
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০৪ রান তাড়া করতে নেমে নিয়ন্ত্রিত ব্যবধানে উইকেট পড়ছিল পঞ্জাবের। কিন্তু এক বারও রান তোলার গতি কমেনি। তাতে বড় ভূমিকা শ্রেয়সের। তিনি জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে খেলতে তিনি ভালবাসেন। শ্রেয়স বলেন, “সত্যি বলতে আমি বড় ম্যাচে খেলতে ভালবাসি। আমি সব সময় নিজেকে আর সতীর্থদের বলি, কঠিন পরিস্থিতিতে নিজেকে যত বেশি শান্ত রাখতে পারবে তত ভাল ফল হবে। এই ম্যাচই তার উদাহরণ। আমি মাথা ঠান্ডা রেখে খেলেছি। তাতে সফল হয়েছি।”
আরও পড়ুন:
ফাইনালে শ্রেয়সদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের বিরুদ্ধেই প্রথম কোয়ালিফায়ারে হারতে হয়েছিল পঞ্জাবকে। বাজে ভাবে হেরেছিল তারা। একটা ম্যাচের দিকে তাকাতে নারাজ শ্রেয়স। তিনি চান সামনের দিকে তাকাতে। শ্রেয়স বলেন, “গোটা মরসুম জুড়ে কী ভুল করেছি সে দিকে আমরা এখন তাকাতে চাইছি না। কারণ, গোটা মরসুম জুড়ে আমরা খুব ভাল খেলেছি। একটা ম্যাচ হারলে দল হিসাবে আমরা পিছিয়ে পড়ব না। সামনের দিকে তাকাতে চাই। আর একটাই ম্যাচ বাকি।”
আইপিএলের একমাত্র অধিনায়ক হিসাবে তিনটে দলকে ফাইনালে তুলেছেন শ্রেয়স। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের পর এ বার পঞ্জাবের অধিনায়ক হিসাবে সেই কীর্তি গড়েছেন তিনি। যদি পঞ্জাবকে শ্রেয়স ফাইনালে জেতাতে পারেন তা হলে পর পর দু’বার আইপিএল জিতবেন তিনি। তা-ও আলাদা দুটো দলের হয়ে। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।