১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। জসপ্রীত বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে হবে ভারতকে। শেষ মুহূর্তে চোটের কারণে বাদ পড়েছেন তিনি। বাদ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকেও। এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রথম একাদশে কোন ১১ জনের খেলার সম্ভাবনা। খতিয়ে দেখল আনন্দবাজার অনলাইন।
ভারতের সম্ভাব্য একাদশ:
১) রোহিত শর্মা— দলের অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ়ে শতরান পেয়েছেন। সেই ফর্মই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে চাইবেন তিনি।
২) শুভমন গিল— দলের সহ-অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ়ে তিনটি ম্যাচেই রান করেছেন। শতরানও এসেছে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ভারতের বড় ভরসা।
৩) বিরাট কোহলি— রোহিতের মতোই কোহলির দিকেও নজর থাকবে সকলের। বড় রান করতে চাইবেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার।
৪) শ্রেয়স আয়ার— শুভমনের মতোই ভাল ফর্মে রয়েছেন শ্রেয়স। দলের মিডল অর্ডার সামলাচ্ছেন। শ্রেয়সের আগ্রাসী মেজাজ ভারতের বড় ভরসা।
৫) লোকেশ রাহুল— ইংল্যান্ড সিরিজ়ে রান পাননি। তবে কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, রাহুলই তাঁর প্রথম পছন্দের উইকেটরক্ষক। ফলে তিনিই খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
৬) হার্দিক পাণ্ড্য— দলের একমাত্র পেসার অলরাউন্ডার। ব্যাট ও বলে তিনি ফর্মে থাকলে সুবিধা হবে ভারতের।
আরও পড়ুন:
৭) অক্ষর পটেল— স্পিনার অলরাউন্ডার হিসাবে নিজের জায়গা পাকা করেছেন অক্ষর। প্রয়োজনে আরও উপরে ব্যাট করতে পারেন। ভাল ফর্মে রয়েছেন তিনি।
৮) রবীন্দ্র জাডেজা— দলের আর এক স্পিনার অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।
৯) বরুণ চক্রবর্তী— ইংল্যান্ড সিরিজ়ে অভিষেকের পর তাঁর পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন বরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ততটা পরিচিত নন। ফলে তাঁকে চমক হিসাবে ব্যবহার করতে পারে ভারত।
১০) মহম্মদ শামি— আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ধীরে ধীরে ম্যাচফিট হয়ে উঠেছেন। বুমরাহ না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামিই হবেন ভারতের এক নম্বর পেসার।
১১) হর্ষিত রানা— বুমরাহের পরিবর্তে তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড সিরিজ়ে নজর কেড়েছেন। কোচ গম্ভীরের পছন্দের এই বোলারকে দেখা যাবে ভারতের প্রথম একাদশে।