এ বারের আইপিএলে পঞ্জাব কিংস লিগ তালিকায় প্রথম দুইয়ে জায়গা পাকা করে ফেলেছে। অন্যতম সফল দল তারা। ১১ বছরে প্রথম বার লিগে প্রথম দুইয়ে শেষ করবে পঞ্জাব। কী ভাবে এল এই সাফল্য? ফাঁস করলেন অধিনায়ক শ্রেয়স আয়ার।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেট জিতে নেয় পঞ্জাব কিংস। সেই জয়ের পর শ্রেয়স বলেন, “দলের সকলে সঠিক সময়ে নিজেদের কাজটা করেছে। যে কোনও পরিস্থিতিতে আমাদের জিততে হবে, এই মানসিকতা নিয়েই খেলছে গোটা দল। সকলকে কৃতিত্ব দিতে হবে। রিকি পন্টিং দুর্দান্ত। সকলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বাকি প্রতিযোগিতাও এই ভাবে খেলে যেতে চাই।”
আরও পড়ুন:
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় কোচ পন্টিং এবং অধিনায়ক শ্রেয়সের সম্পর্ক তৈরি হয়। পঞ্জাবে এসে সেই জুটি আবার তৈরি হয়। মাঝে শ্রেয়স চলে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে। সেই দলকে আইপিএলও জিতিয়েছিলেন শ্রেয়স। কিন্তু তাঁকে আর রাখেনি কেকেআর। শ্রেয়স বলেন, “পন্টিং মাঠে আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। যেটা আমার ভাল লাগে। আমাদের দলকে এইগুলো সাহায্য করেছে। সব কিছু একদম সঠিক পথে চলছে।”
পঞ্জাব কিংস কোয়ালিফায়ার ১ খেলবে। সেই ম্যাচে তারা গুজরাত টাইটান্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলবে।