আইপিএলের অভিষেক ম্যাচে দ্রুত আউট হয়ে গিয়েছিল বৈভব সূর্যবংশী। তারপর নাকি ১৪ বছরের এই ব্যাটার কেঁদে ফেলেছিল! সত্যিই কি তা? বৈভব নিজেই জানালেন সে দিনের ঘটনা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল বৈভব সূর্যবংশীকে খেলিয়েছিল রাজস্থান রয়্যালস। জয়পুরের সেই ম্যাচে ৩৪ রান করে আউট হয়ে যায় ১৪ বছরের ব্যাটার। তারপর কী হয়েছিল? রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর নিজেই সে দিনের ঘটনার কথা বলেছে বৈভব। এক মাস পর জানা গিয়েছে আসল কারণ।
খেলা শেষ হওয়ার পর পঞ্জাবের ব্যাটার মুশির খান কথা বলছিলেন বৈভবের সঙ্গে। সে সময় প্রতিপক্ষ দলের কিশোর ব্যাটারের কাছে মুশির জানতে চান, লখনউয়ের বিরুদ্ধে আউট হয়ে সত্যিই সে কেঁদেছিল কিনা। উত্তরে বৈভব বলেছে, ‘‘আমি আবার কখন কাঁদলাম! এ রকম কিছুই হয়নি। বলছি কী হয়েছিল। আমার চোখে খুব ব্যথা করছিল সে দিন।’’ একটু থেমে বৈভব আরও বলেছে, ‘‘আউট হওয়ার পর স্টেডিয়ামের বড় স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। স্ক্রিনের আলোয় চোখটা একটু ধাঁধিয়ে গিয়েছিল। তার পর অস্বস্তি শুরু হয়। সে জন্যই জল পড়ছিল চোখ দিয়ে। পরে যখন বাইরে আসি, তখনও আমার চোখ ভিজে ছিল। সেটা দেখে অনেকে জানতে চেয়েছিল, আমি কেন কাঁদছি।’’ বৈভব বলছে, তার চোখে জল দেখে অনেকের মনে হয়েছিল, সে কাঁদছে। তা থেকেই জল্পনা তৈরি হয়।
আরও পড়ুন:
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তাঁর পরিবর্ত হিসাবে বৈভবকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়। চোট সারিয়ে সঞ্জু রবিবার খেললেও বৈভবই দলের ইনিংস শুরু করে। এখনও পর্যন্ত আইপিএলে ছ’টি ম্যাচ খেলেছে বৈভব। ৩২.৫০ গড়ে ১৯৫ রান করেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছে বিহারের কিশোর।