রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শনিবার বৃষ্টিতে বাতিল হয়ে যায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে যান দু’দলের খেলোয়াড়েরা। বৃষ্টির মধ্যে দ্রুত বাসে উঠতে গিয়ে ভুল করে কেকেআরের বাসে উঠে পড়েন বেঙ্গালুরুর ফিজিয়ো জেমস পাইপ। সে জন্য তাঁকে ক্ষমা চাইতে হয় বিরাট কোহলিদের কাছে।
শনিবার রাতে হোটেলে ফেরার সময় বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে বাসে উঠছিলেন দু’দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা। স্টেডিয়ামের বাইরে আরসিবি এবং কেকেআরের বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। সে সময় কেকেআরের জন্য নির্দিষ্ট বাসকে নিজেদের দলের ভেবে উঠে পড়েন পাইপ। বাসের ভিতরে যাওয়ার পর ভুল বুঝতে পারেন তিনি। বিষয়টি নজর এড়ায়নি আরসিবির ক্রিকেটারদের। এর পর আরসিবির বাসে উঠতে গিয়ে বাধার মুখে পড়েন পাইপ। বেঙ্গালুরুর ক্রিকেটারেরা দলের ফিজিয়োকে বলেন, ভুল বাসে ওঠার জন্য তাঁকে হিন্দিতে ক্ষমা চাইতে হবে। পাইপ ভাঙা ভাঙা হিন্দিতে দুঃখপ্রকাশ করার পর বাসে ওঠার অনুমতি পান। মজার এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শনিবারের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় এক পয়েন্ট করে পায় দু’দলই। আইপিএলে প্লে-অফের দৌড়ে থাকতে হলে ম্যাচটি জিততেই হত গত বারের চ্যাম্পিয়ন কেকেআরকে। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় সে দিনই শেষ চারে ওঠার আশা শেষ হয়ে যায় অজিঙ্ক রাহানের দলের। ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে এক সপ্তাহ স্থগিত থাকার পর গত শনিবার থেকে আবার শুরু হয়েছে আইপিএল।