আইপিএলের নিলামের আগেই সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ে বিক্রি করে দিয়েছিল রাজস্থান। বদলে রবীন্দ্র জাডেজাকে কিনেছিল তারা। সঞ্জু চলে যাওয়ার পর কে অধিনায়ক হবেন তা নিয়ে জল্পনা চলছিল। অনেকেই রিয়ান পরাগের নাম নিয়েছিলেন। তবে নতুন অধিনায়ক হিসাবে অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছে রাজস্থান।
সব ঠিক থাকলে ১৪ কোটি টাকায় কেনা জাডেজাই পরের মরসুমে রাজস্থানের অধিনায়ক হতে চলেছেন। রবিবার রাজস্থান একটি পোস্ট করে, যেখানে দলের জার্সিতে ছবি ছিল জাডেজার। সঙ্গে লেখা ছিল দু’টি বাক্য, যার অর্থ, ‘আমি শুনেছি মানুষকে বলতে, আমি যেটাই করি সেটাই সুপার’।
আইপিএলের শুরুতে দু’বছর রাজস্থানের হয়েই খেলেছিলেন জাডেজা। দলকে প্রথম বার ট্রফি জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০২২-এ খোদ মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসাবে নিজের উত্তরসূরি বেছে নিয়েছিলেন। তবে মাত্র আটটি ম্যাচ নেতৃত্ব দেওয়ার পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। পয়েন্ট তালিকায় সবার নীচে চলে গিয়েছিল চেন্নাই। আবার দায়িত্ব নেন ধোনি। তার পর রুতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
অতীতে ব্যর্থ হওয়া জাডেজার হাতে দায়িত্ব তুলে দিয়ে রাজস্থান সফল হয় কি না তা সময় বলবে। রিয়ান ছাড়াও যশস্বী জয়সওয়ালের মতো তরুণদের টপকে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন জাডেজা। তবে আইপিএলের ইতিহাসে তিনি অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। সেই অভিজ্ঞতা কাজে লাগতে পারে রাজস্থানের।