হাড্ডাহাড্ডি লর্ডস টেস্ট জিতেও পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। মন্থর বোলিংয়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা গিয়েছে বেন স্টোকসদের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করেছে। এ জন্য ইংল্যান্ডের খুব একটা ক্ষতি হবে না বলে মনে করছেন রবি শাস্ত্রী। অন্য দিকে, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন শাস্তি নিয়ে। তাঁর দাবি, শুভমন গিলদেরও শাস্তি হওয়া উচিত ছিল।
২ পয়েন্ট কাটা যাওয়ায় ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। ঠিক এই কারণেই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। শাস্ত্রীর বক্তব্য, চেষ্টা করলে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন স্টোকসেরা। পরামর্শের সুরে ভারতের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে অস্ট্রেলিয়াকে মন্থর বোলিংয়ের মূল্য দিতে হয়েছিল। ভারতের বিরুদ্ধে মন্থর বোলিং করায় পয়েন্ট কাটা গিয়েছিল। তাতে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিল নিউ জ়িল্যান্ড। তাই সব দলের উচিত সতর্ক থাকা। তবে ইংল্যান্ডের হাতে অনেক ম্যাচ আছে। চেষ্টা করলে ইংল্যান্ড এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে।’’
কী ভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব? শাস্ত্রী বলেছেন, ‘‘আমার মতে ওভার রেট নিয়ে ভাবার থেকে ম্যাচ জেতার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। বেশি সংখ্যক ম্যাচ জিততে পারলে ছ’মাস পর দেখা যাবে, এই ক্ষতিটা অনেকটাই পুষিয়ে গিয়েছে। ২ পয়েন্টের ঘাটতি তখন আর ভাবাবে না। তবে এর জন্য জিততে হবে। একের পর এক ম্যাচ জিততে পারলে আর মন্থর বোলিং নিয়ে ভাবার প্রয়োজন হবে না।’’
ভন আবার ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার সমালোচনা করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘সত্যি বলতে লর্ডসে দু’দলই বেশ মন্থর বোলিং করেছে। তা হলে কেন শুধু একটি দলের পয়েন্ট কাটা যাবে? বিষয়টা আমার বোধগম্য হয়নি।’’ তাঁর বক্তব্য, একই দোষ করলেও ভারতীয় দলের কোনও শাস্তি হয়নি। এই ধরনের বিষয়গুলি আরও স্বচ্ছ হওয়া উচিত হবে মনে করেন তিনি।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সবে শুরু হয়েছে। ইংল্যান্ড সবে তিনটি টেস্ট খেলেছে। তার মধ্যে দু’টিতেই জয় এসেছে। স্টোকসদের এখনও অনেক টেস্ট খেলা বাকি। সেই ম্যাচগুলি জিততে পারলে লর্ডসে ২ পয়েন্টের ক্ষতি ইংল্যান্ড পুষিয়ে নিতে পারবে বলেই মনে করেন শাস্ত্রী।