ঐতিহ্যবাহী লর্ডসে বিশেষ সম্মান দেওয়া হল রবি শাস্ত্রীকে! ‘হোম অব ক্রিকেটে’ শাস্ত্রীর নামে একটি স্যুট উদ্বোধন করা হয়েছে বুধবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ধারাভাষ্যের কাজে শাস্ত্রী এখন রয়েছেন লর্ডসে। সেখানে তিনিই নিজের নামাঙ্কিত স্যুটের উদ্বোধন করেন।
এই উদ্বোধন ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ ছিল লর্ডসে। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। সমাজমাধ্যমে আইসিসির তরফে ভিডিয়ো দেওয়া হলে তা মুহূর্তে ভক্তদের মধ্যেছড়িয়ে পড়ে।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। লর্ডসের মাটিতে বিশ্বকাপ হাতে তুলেছিলেন শাস্ত্রী। ফের সেই লর্ডসেই তাঁকে বিশেষ সম্মান জানানো হল। যার পরে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। লর্ডসে জয় শাহ ছাড়াও তাঁকে আড্ডার মেজাজে দেখা গিয়েছে ক্রিসগেলের সঙ্গেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)