ভারতীয় ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই তারকা সংস্কৃতি চলার অভিযোগ রয়েছে। কিছু কিছু ক্রিকেটার নিজেদের দলের থেকেও উপরে রাখেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে কড়া হয়েছেন কোচ গৌতম গম্ভীর। তাঁর অভিযোগ যে ঠিক, সেটা মেনে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের উদ্দেশে তাঁর অনুরোধ, সাজঘরে এই তারকা সংস্কৃতি বন্ধ করা হোক।
গত অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এখন নিজের ইউটিউব চ্যানেলে বেশ সক্রিয়। সেখানে ভারতীয় ক্রিকেটের এই দিকটি নিয়ে নিজের ভাবনাচিন্তা তুলে ধরেছেন অশ্বিন।
ভারতের প্রাক্তন অফস্পিনারের কথায়, “ভারতীয় ক্রিকেটে সব কিছু যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টা করা উচিত। কখনও দলের মধ্যে তারকাপুজো বা তারকা সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। উন্নতি করতে গেলে এই ব্যাপারটা খেয়াল রাখতেই হবে। আমরা ক্রিকেটার। অভিনেতা বা মহাতারকা নই। আমরা খেলাধুলো করি। তাই সাধারণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও নিবিড় হওয়া উচিত, যাতে ওরা আমাদের সঙ্গে সহজেই নিজেদের তুলনা করতে পারে।”
কেন এটা বলেছেন সেটাও ব্যাখ্যা করেছেন অশ্বিন। তাঁর কথায়, “রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ক্রিকেটার জীবনে অনেক কিছু অর্জন করেছে। তাই ওরা শতরান করলে সেটা নতুন কোনও কৃতিত্ব নয়। এটা ওদের সাধারণ কাজের মধ্যে পড়ে। ওদের লক্ষ্য হওয়া উচিত আরও বেশি কিছু।”
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নিয়েছে ভারত। পাঁচ জন স্পিনারকে দলে রাখা হয়েছে। তাঁরা হলেন কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেডা এবং বরুণ চক্রবর্তী। দলে পাঁচ স্পিনার রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন।
আরও পড়ুন:
ভারতের অফস্পিনারের মতে, “দুবাইয়ে পাঁচ স্পিনার? জানি না কেন এই সিদ্ধান্ত। মনে হয় দু’-একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়েছে। ওদের দু’জন বাঁ হাতি স্পিনার দলের সেরা অলরাউন্ডারও। পাশাপাশি হার্দিক পাণ্ড্য রয়েছে। অক্ষর আর জাডেজা একসঙ্গে খেলবে। তার সঙ্গে হার্দিক এবং কুলদীপও। তার সঙ্গে বরুণকেও খেলাতে চাইলে একজন স্পিনারকে বসাতে হবে। হার্দিককে দ্বিতীয় পেসার হিসাবে খেলাতে হবে।”