Advertisement
০৮ মে ২০২৪
Ravindra Jadeja

Ravindra Jadeja: এখনই কি অবসর নিচ্ছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় ডানহাতে চোট পান তিনি। পরীক্ষা করে দেখা যায় চোট বেশ গুরুতর।

উইকেট নেওয়ার পর জাডেজাদের উচ্ছ্বাস।

উইকেট নেওয়ার পর জাডেজাদের উচ্ছ্বাস। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১২:৩৮
Share: Save:

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রবীন্দ্র জাডেজা। দলের সঙ্গে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকা। এই ভারতীয় স্পিনার নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন।

বুধবার নিজের একটি ছবি টুইট করেন জাডেজা। টেস্ট জার্সি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। উপরে লেখা, ‘এখনও অনেকটা পথ বাকি।’ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, জাডেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সাদা বলের ক্রিকেটে আরও বেশি মন দেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতে চোট পান জাডেজা। পরীক্ষা করে দেখা যায় চোট বেশ গুরুতর। বিশ্রাম নিতে বলা হয় তাঁকে। এর পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বাদ দিয়েই দল গড়েন নির্বাচকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravindra Jadeja test cricket Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE